Prime Volleyball League: কোচ দেশি হোক বা বিদেশি, দেশে ভলিবলের পরিকাঠামোর উন্নতি চাইছেন তরুণ প্লেয়াররা
Prime Volleyball League: এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন বিদেশের অনেক ভলিবল তারকাও। আগামী ২১ ফেব্রুয়ারি কালিকাট হিরোসের বিরুদ্ধে মুখোমুখি হবে ব্ল্যাকহকস হায়দরাবাদ।
কলকাতা: আইপিএলের ধাঁচে শুরু হয়েছে ভলিবলের ফ্র্যাঞ্চাইজি লিগ। শুধুমাত্র দেশের ভলিবলের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মই নয়। এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন বিদেশের অনেক ভলিবল তারকাও। আগামী ২১ ফেব্রুয়ারি কালিকট হিরোজের বিরুদ্ধে মুখোমুখি হবে ব্ল্যাকহকস হায়দরাবাদ। আর হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়ে গত ২ ম্যাচে সেরা পারফর্ম করা গুরু প্রশান্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন ভারতের ভলিবলের পরিকাঠামোর আরও উন্নতি দরকার এই ফ্র্যাঞ্চাইজি লিগের পর। তিনি বলেন, ''দেশের প্রত্যেক জায়গা থেকে ভলিবলের প্রতি ছেলেদের উৎসাহ যাতে বাড়ে তার জন্য পরিকাঠামোর আরও উন্নতি দরকার। কোচ দেশি হোক বা বিদেশি তা খুব একটা ভাবনার বিষয় নয়। কিন্তু পরিকাঠামো ভাল
ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন আগের ম্যাচে। কেমন লাগছে? গুরু জানাচ্ছেন, "খুব ভাল লাগছে। কিন্তু আমি মনোযোগ নষ্ট করতে চাই না। প্রত্যেক ম্যাচ আমার কাছে নতুন। প্রত্যেক ম্যাচে নতুন করে শুরু করতে চাই। ধারাবাহিকতা ধরে রাখতে চাই। প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাই না।''
মহম্মদ আলির ভক্ত গুরু অনূর্ধ্ব ১৯ পর্যায়ে খেলেছেন আগে। তফাৎটা কেমন? গুরু বলছেন, ''অনূর্ধ্ব১৯ পর্যায়ে লড়াইটা অত কঠিন থাকে না। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে বা পেশাদার লিগে লড়াইটা অনেক কঠিন হয়। বিদেশের অনেক প্লেয়ার আসছে। তাঁদের সঙ্গে পাল্লা দিতে হয়। অনেক বেশি পরিণত হতে হয়।''
প্রথমবার দেশের মাটিতে ভলিবল ফ্র্যাঞ্চাইজি লিগ। ক্রিকেট, ফুটবলের মতো এদেশে ভলিবলের সম্প্রসারণ এখনও হয়নি। তবে প্রত্যেকেই আশাবাদী যে এই লিগের পর ভারতে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়বে ভলিবলেরও।
পথ দেখিয়েছিল আইপিএল। দেশে খেলাধুলোর মানচিত্রটাই বদলে দিয়ে গিয়েছিল ফ্র্যাঞ্চাইজি নির্ভর এই ক্রিকেট টুর্নামেন্ট। খেলার সঙ্গে বিনোদনের মেলবন্ধন ঘটিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের এই লিগ। পরে সেই পথ ধরেই ইন্ডিয়ান সুপার লিগ (ISL), প্রো কবাডি, প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের মতো একের পর এক টুর্নামেন্ট শুরু হয়েছে।