এক্সপ্লোর
Advertisement
দেখুন: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ‘সেলফি স্টার’ পৃথ্বী শ
সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টে সিরিজ শুরুর আগে অনুশীলন ম্যাচে সফল হলেন ভারতীয় ব্যাটসম্যানরা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচের প্রথম ইনিংসে ৩৫৮ রান করল ভারত। খেলার প্রথম দিন অবশ্য বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল।
ভারতের পাঁচ ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করেছেন। ওপেনার পৃথ্বী শ (৬৬), অধিনায়ক বিরাট কোহলি (৬৪), চেতেশ্বর পূজারা (৫৪), আজিঙ্কা রাহানে (৫৬) এবং হনুমা বিহারী (৫৩) অর্ধশতরানের ইনিংস খেলেছেন।
ভারতের হয়ে তরুণ ব্যাটসম্যান পৃথ্বী সবচেয়ে বেশি ৬৬ রান করেছেন। ৬৯ বলে ১১ বাউন্ডারির সাহায্যে ৬৬ রান করেন তিনি। প্রথম থেকেই আক্রমণাত্ম ক মেজাজে ছিলেন তিনি। অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করে নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন পথ্বী। ইতিমধ্যেই ভারতীয় দলের সমর্থকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এর প্রমাণ মিলল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। সেখানে দর্শকদের মধ্যে তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বিসিসিআই-এ জারি করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, ড্রেসিংরুমে ফেরার সময় অনুরাগীরা তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য এগিয়ে আসেন। বেশ ভিড় জমে যায়।
ভারতীয় দলের এই উঠতি তারকা অনুরাগীদের হতাশ করেননি। একে একে অনেকের সঙ্গেই সেলফি তোলেন তিনি।
Young @PrithviShaw already managing to grab eyeballs here in Australia. Fans throng at The SCG for a selfie and autograph from the rising Star of #TeamIndia 🌟😎👌🏻🤙🏻 pic.twitter.com/EvYwGgEMTU
— BCCI (@BCCI) November 29, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement