এখনও পর্যন্ত ১৪ প্রথম শ্রেণীর ম্যাচে পৃথ্বী ৫৬.৭২ গড়ে ১৪১৮ রান করেছেন। সেঞ্চরি সাত ও হাফসেঞ্চুরি পাঁচ।
2/5
অনুশীলনের সময় পৃথ্বীকে অধিনায়ক বিরাট কোহলি ও দলের অন্যান্যদের সঙ্গে অনেকটা সময় কাটাতে দেখা গেল। এর থেকে ইঙ্গিত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হতে পারে পৃথ্বীর।
3/5
রাহানে আরও বলেছেন, টিমে কম্বিনেশন কী হবে, তা জানা নেই। তবে কোনও চাপ নেই। সবাই খোলামনে খেলার সুযোগ পাবে। আমি ওকে শুভকামনা জানাচ্ছি। ও ভালো খেলবে বলেই আমার বিশ্বাস। আমি চাই, মুম্বই ও ভারত এ দলের হয়ে যেমন খেলে, সে রকম খেলাই যেন খেলে ও।
4/5
প্রথম টেস্টের আগে ভারতীয় দলের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে পৃথ্বীকে শুভকামনা জানিয়েছেন। তিনি বলেছেন, পৃথ্বীর জন্য আমি খুশি। ওর কেরিয়ারের শুরু থেকেই ওকে দেখেছি। আমরা একসঙ্গে অনুশীলন করতাম। ও আক্রমণাত্মক ওপেনিং ব্যাটসম্যান। ভারত এ দলের হয়ে ভালো পারফরম্যান্সের সুফল ও পেয়েছে।
5/5
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। ৪ অক্টোবর রাজকোটে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম টেস্টে নতুন ওপেনিং জুটি নিয়ে নামতে পারে ভারত। অভিষেক হতে পারে ১৮ বছরের তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ-র। এমনটা হলে ভারতের ২৯৩ তম খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক ঘটবে পৃথ্বীর।