এক্সপ্লোর
Advertisement
প্রো কবাডি- পুনেরি পল্টনকে ২০ পয়েন্টে হারাল বেঙ্গল ওয়ারিয়র্স
খেলার শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে ছিল তারা, ম্যাচ জেতে ৪৩-২৩ ফলে।
মুম্বই: মনিন্দর সিংহের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে গতকাল প্রো কবাডি লিগের সপ্তম সিজনের লিগ ম্যাচে পুনেরি পল্টনকে হারিয়ে দিল বেঙ্গল ওয়ারিয়র্স। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে ছিল তারা, ম্যাচ জেতে ৪৩-২৩ ফলে।
মনিন্দর একা ১৪টি রেড পয়েন্ট পান, তিনি ছাড়া বেঙ্গল ওয়ারিয়র্সের আর কোনও খেলোয়াড় ২ অঙ্কে পৌঁছতে পারেননি। পুনেরি পল্টনের হয়ে সুশান্ত সাইল, মনজিৎ ও গিরীশ মারুতি ৩টি করে পয়েন্ট তোলেন।
খেলার দ্বিতীয় মিনিটেই ৪-১-এ এগিয়ে যান বেঙ্গল খেলোয়াড়রা। ১০ মিনিটে সেই পার্থক্য বেড়ে হয় ১২-৫। প্রথমার্ধ্বের শেষে বেঙ্গল ওয়ারিয়র্স এগিয়ে ছিল ১৮-৯ পয়েন্টে। দ্বিতীয়ার্ধ্বে তারা যোগ করে আরও ২৫ পয়েন্ট, উল্টোদিকে পল্টন ১৪-র বেশি পয়েন্ট তুলতে পারেনি।
গতকালের প্রথম ম্যাচে পটনা পাইরেটস মাত্র ১ পয়েন্টে হারায় তামিল থালাইভাসকে। ২৪-২৩-এ শেষ হয় ম্যাচ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement