এক্সপ্লোর
প্রো কবাডি-র হাড্ডাহাড্ডি ম্যাচে ইউ মুম্বাকে হারাল বেঙ্গল ওয়ারিয়র্স
প্রো কবাডিতে জয় বেঙ্গল ওয়ারিয়র্সের।

পটনা: প্রো কবাডি লিগের ম্যাচে ইউ মুম্বাকে হারিয়ে জয় পেল বেঙ্গল ওয়ারিয়র্স। রুদ্ধশ্বাস ম্যাচে ওয়ারিয়র্স জিতল ৩২-৩০ ফলে। প্রথমার্ধ্বে মুম্বা ১৬-১১-য় এগিয়ে ছিল কিন্তু দ্বিতীয়ার্ধ্বে ভেলকি দেখায় বেঙ্গল ওয়ারিয়র্স। ম্যাচে পিছিয়ে থাকা অবস্থায় ওয়ারিয়র্সের কে প্রপাঞ্জন সুপার রেড করে ৩ পয়েন্ট তোলেন। এরপরই খেলায় ফেরে পশ্চিমবঙ্গের দল। প্রচণ্ড লড়াইয়ের পর ইউ মুম্বাকে ২ পয়েন্টের ব্যবধানে হারিয়ে দেয় তারা। এর ফলে ৫ ম্যাচে তারা পেল ১৭ পয়েন্ট, পয়েন্ট টেবিলে তারা ৫ নম্বরে। প্রথম ম্যাচে পটনা পাইরেটস ইউপি যোদ্ধাকে হারাল ৪১-২০ ফলে। ম্যাচের নায়ক প্রদীপ নরওয়াল, প্রো কবাডি লিগের ৪৭তম ও এই সিজনে তৃতীয় সুপার টেন করলেন তিনি। পটনা পাইরেটসের পয়েন্ট এখন ১৬, ৭ নম্বরে রয়েছে তারা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















