Ronaldo vs Messi: ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, নতুন বছরে প্রথম মাসেই মুখোমুখি মেসি-রোনাল্ডো
Ronaldo vs Messi Update: গত বছর বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। অন্যদিকে ফর্ম খুঁজে বেড়াচ্ছেন রোনাল্ডো। ম্যান ইউ থেকে এবার তিনি সৌদির আল নাসের দলে যোগ দিয়েছেন।
প্যারিস: নতুন ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত অভিষেক হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তবে এবার ঠিক হয়ে গেল অভিষেকের দিনক্ষণ। আর ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। তবে আল নাসেরের হয়ে প্রথম ম্যাচেই খেলতে নামবেন না সি আর সেভেন। আল নাসের ও আল হিলালের মিলিত এক দল যারা পিএসজির বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলতে নামবে। সেই দলের হয়েই খেলবেন রোনাল্ডো। সেক্ষেত্রে লিওনেল মেসির বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা প্রবল।
আল নাসেরের কোচ রুডি গার্সিয়া জানিয়েছেন, ''ওর অভিষেক আল নাসের জার্সিতে হবে না। আল হিলাল এবং আল নাসের মিলিয়ে একটি মিশ্র দল তৈরি করা হবে। আল নাসেরের কোচ হিসাবে এই ম্যাচের জন্য আমি অত্যন্ত খুশি। নিজেদের উন্নত করতে আমরা সব সময় পিএসজি-র মতো ক্লাবকে দেখি। ওদের থেকে শিখি। তিন দিন পরে লিগের একটা ম্যাচ রয়েছে আমাদের। সূচি অনুযায়ী, এর থেকে ভাল সময়ে ম্যাচটা হতে পারত না। আমরা প্রথম স্থানে রয়েছি। সেটাই সবচেয়ে বড় ব্যাপার। এই লিগ জেতা খুবই কঠিন। কিন্তু রোনাল্ডোকে পেয়ে আমরা সেই কাজটাই করে দেখাতে চাই।''
জিদানের পাশে এমবাপে
তিতের পর ব্রাজিলের কোচ কে হবেন, তা নিয়ে জোর চর্চা চলছে। সূত্রের খবর, জিদানকে কোচ করতে চায় ব্রাজিল। অন্যদিকে ফ্রান্সের কোচ হিসাবে দিদিয়ে দেশঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেকে মনে করেছিলেন, রিয়াল মাদ্রিদকে এক সময় কোচিং করানো জিদান তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন। পরে অবশ্য দেশঁ-র সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়িয়ে নেয় ফ্রান্স ফুটবল সংস্থা।
জিদান কি তাহলে ব্রাজিলেই চলে যাবেন? এ নিয়ে প্রশ্ন করা হলে ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট গ্রায়েত বলেছিলেন, 'জিদান ব্রাজিলে? জিদানের যা মন চায় তাই করতে পারেন। জিদানকে যে ফ্রান্সের কোচ করা হবে, সে বিষয়ে কখনওই ভাবনাচিন্তা করা হয়নি। দেশঁকে সরিয়ে দেওয়ার পক্ষপাতীও আমি কোনও সময়েই ছিলাম না।' এমনকী জিদান যদি তাঁকে ফোনও করতেন, তাহলে তিনি ফোনই ধরতেন না বলে জানিয়েছেন গ্রায়েত। ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্টের এভাবে জিদানকে অসম্মান ভাল ভাবে মেনে নিতে পারেননি এমবাপে।
ফরাসি তারকা ট্যুইট করেছেন, 'জিদানই ফ্রান্স। আমরা কিংবদন্তিকে অসম্মান করতে পারি না।' এমবাপের বিস্ফোরণের পরে ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্টের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।