PSL 2023: মাঠ থেকে লক্ষ লক্ষ টাকার সিসিটিভি ক্যামেরা চুরি! পাকিস্তান সুপার লিগে ধুন্ধুমার
Pakistan Super League: সমস্যা মেটাতে আসরে নামেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজম শেট্টি। তিনি ট্যুইট করে জানান যে, লাহৌর ও রাওয়ালপিণ্ডি, দুই মাঠেই পূর্ব নির্ধারিত সূচি মেনে খেলা হবে।
লাহৌর: পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League) ধুন্ধুমার। চুরি গেল কয়েক লক্ষ টাকার সিসিটিভি ক্যামেরা!
সোমবার সকালে আচমকাই শিরোনামে উঠে এসেছে পাকিস্তানের ক্রিকেট (PCB)। তবে ক্রিকেটীয় কারণে নয়, বরং ক্রিকেটের বাইরের কারণের জন্য। কারণ, সূত্রের খবর অনুযায়ী পাকিস্তান সুপার লিগ চলাকালীন কয়েক লক্ষ টাকার ক্লোজ সার্কিট ক্যামেরা চুরি গিয়েছে। শুধু সেখানেই শেষ নয়, ক্যামেরার অপটিক্যাল ফাইবার, এবং মাঠের ফ্লাডলাইট জ্বালানোর কাজে ব্যবহৃত জেনারেটরের ব্যাটারিও চুরি গিয়েছে। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
ঘটনাটি ঘটেছে লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে। জানা গিয়েছে, পাকিস্তানি অর্থে চুরি যাওয়া সামগ্রীর সামগ্রিক মূল্য ১০ মিলিয়নেরও বেশি। সূত্রের খবর, গুলবার্গ পুলিশ থানায় অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল যে, গোটা ঘটনায় পাঞ্জাব প্রশাসনের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তুমুল বাগবিতণ্ডা শুরু হয়েছে এবং সেই কারণে লাহৌর ও রাওয়ালপিণ্ডিতে পিএসএলের ম্যাচ হওয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে।
তবে পরে সমস্যা মেটাতে আসরে নামেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজম শেট্টি। তিনি ট্যুইট করে জানান যে, লাহৌর ও রাওয়ালপিণ্ডি, দুই মাঠেই পূর্ব নির্ধারিত সূচি মেনে খেলা হবে।
সূত্রের খবর, দুই কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার জন্য পাকিস্তানি মুদ্রায় ৫০০ মিলিয়ন অর্থ খরচ হওয়ার কথা। তবে পাঞ্জাব প্রশাসন এর অর্ধেক অর্থ খরচ করতে রাজি হয়েছে। সূত্রের খবর, পাকিস্তানি অর্থে ২৫০ মিলিয়ন খরচ করতে সম্মত হয়েছে পাঞ্জাব প্রশাসন। বাকি ৫০ শতাংশ অর্থ তারা পাক বোর্ডকে দিতে বলেছে।
Good news: CM Punjab Mohsin Naqvi Saheb has been kind enough to agree to share cost of lighting routes during PSL matches in Lahore. HBl PSL8 matches in Lahore and Pindi shall continue as scheduled.
— Najam Sethi (@najamsethi) February 26, 2023
তবে শোনা যাচ্ছে, এরপরই পাক ক্রিকেট বোর্ডের প্রধান নজম শেট্টি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে যোগাযোগ করেন। যিনি ম্যাচ নিশ্চিন্তে আয়োজন করার জন্য সবরকম সহযোগিতার আশ্বাস দেন। বিশ্বস্ত সূত্রের খবর, তারপরই জটিলতা কাটে। পরে নাজম শেট্টি ট্যুইট করেন, 'পাঞ্জাব প্রশাসনের মুখ্যমন্ত্রী মহসিন নকভি সাহেব লাহৌরে পিএসএলের ম্যাচ চলাকালীন বিদ্যুতের খরচ দেবেন বলে জানিয়েছেন। পিএসএল এইটে লাহৌর ও রাওয়ালপিণ্ডির সব ম্যাচ পূর্ব নির্ধারিত সূচি মেনেই হবে।'
আরও পড়ুন: ১০ রানে অল আউট, ২ বলে জয়ের রান তুলে নিল প্রতিপক্ষ! টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড