এক্সপ্লোর
বিজয়ের সেঞ্চুরি, বড় রানের পথে ভারত

হায়দরাবাদ:#শতরান করলেন ওপেনার মুরলী বিজয়। পূজারা ৮৩ রানে মিরাজের বলে আউট হয়ে যান। ভারতের রান তখন ১৮০। অন্যদিকে চা-পানের বিরতির পর বিজয় সেঞ্চুরি করে করেন।টেস্টে এটি তাঁর নবম সেঞ্চুরি। ১০৮ রান করে তাইজুল ইসলামের বলে আউট হয়ে যায় বিজয়। ক্রিজে রয়েছেন কোহলি ও রাহানে।ভারতের রান ৩ উইকেটে ২৩৬। চা পানের বিরতি পর্যন্ত ভারতের রান ছিল ২ উইকেটে ২০৬। #মধ্যাহ্নভোজের বিরতির পর অর্ধশতরান পূর্ণ করে দুরন্তে ছন্দে খেলছেন বিজয় ও পূজারা। ৪৮.২ ওভারে ভারতের রান ১ উইকেটে ১৬৯। পূজারা ৭৭ ও বিজয় ৮৫ রানে ব্যাট করছেন। # প্রথম ওভারেই দলের ২ রানে কে এল রাহুল আউট হলেও মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারার ব্যাটে ভর করে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে শুরুটা দারুন করল ভারত। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতের রান ১ উইকেটে ৮৬। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এখনও পর্যন্ত ৮৪ রান যোগ হয়েছে। বিজয় ৪৫ এবং পূজারা ৩৯ রানে অপরাজিত। দুজনেই সাবলীল ব্যাটিং করছেন। তবে অল্পের জন্য রান আউট হওয়া থেকে রক্ষা পেয়েছেন বিজয়। বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করলেও উইকেট থেকে কোনও সাহায্য না মেলায় তাঁদের কাজটা কঠিন হয়ে যায়। খেলা যত গড়াবে পিচ ততই ঢিমে হয়ে পড়বে বলেই অনুমান। # ইনিংসের শুরুতেই আউট হলেন কে এল রাহুল। মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। তাসকিন আহমেদের বলে বোল্ড আউট হন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে একমাত্র টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় দলের প্রথম একাদশে করুণ নায়ারের জায়গায় দলে নেওয়া হয়েছে আজিঙ্কা রাহানেকে। উল্লেখ্য, ভারতের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে ত্রিশতরান করেছিলেন করুণ। টেস্ট ইতিহাসে গত ৭২ বছরে এই প্রথম আগের ম্যাচে ৩০০ রানের ইনিংস খেলেও বাদ পড়লেন কোনও ব্যাটসম্যান। ভারতের ক্ষেত্রে এই নজির এর আগে নেই। দলে এসেছেন পেসার ভুবনেশ্বর কুমার। অন্যদিকে, পার্থির পটেলের জায়গায় দলে এসেছেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। ভারত: কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, রাহানে, ঋদ্ধিমান, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর, উমেশ যাদব। বাংলাদেশ: মুশফিকর রহমান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মমিনুল হক, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি দাসান মিরাজ, তৈজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং কামরুল ইসলাম রবি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















