এক্সপ্লোর
২৮ বল খেলে ২টি চার, রান ১১! অস্ট্রেলিয়ায় বিরাট সাফল্যের পর উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি কোয়ার্টার ফাইনালে ব্যর্থ পূজারা

লখনউ: অস্ট্রেলিয়ায় দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও ঘরের মাঠে নেমে তার পুনরাবৃত্তি করতে পারলেন না চেতেশ্বর পূজারা। এখানে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দারুণ সফল পূজারাকে মাত্র ১১ রানে ফেরালেন উত্তরপ্রদেশের তরুণ পেসার শিবম মাভি। উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের দ্বিতীয় দিনে পূজারার সৌরাষ্ট্র ৭ উইকেট হারিয়ে ১৭০ রানে বিপাকে পড়েছে। তার আগে ৭ উইকেটে ৩৪০ রানে শুরু করে আজ উত্তরপ্রদেশ গুটিয়ে যায় ৩৮৫ রানে। ১০৩.৩ ওভার খেলে তারা। সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট ৫ উইকেট পান। কিন্তু সৌরাষ্ট্র খেলতে নেমে বিপদে পড়ে। তাদের ইনিংসে ধস নামান মাভি (৩৯ রানে ৩ উইকেট), অঙ্কিত রাজপুত (৫৮ রানে ২ উইকেট) ও যশ দয়াল (৩৫ রানে ২ উইকেট)। সৌরাষ্ট্র পিছিয়ে আছে ২১৫ রানে। মাভি দিনের শেষে সবচেয়ে দামী শিকারটি তুলে নেন। যে পূজারা অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি শতরান করে বিদেশের মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ে বিরাট ভূমিকা নিয়েছেন, তিনি মাত্র ২৮ বল খেলে দুটি চার মেরে ফিরে যান মাভির বলে। সৌরাষ্ট্রের হয়ে বিপর্যয় খানিকটা সামলে দেন প্রেরক মানকড়। তিনি অপরাজিত আছেন ৪২ পানে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















