এক্সপ্লোর
Advertisement
ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে ব্যাট করছে পুণে
কলকাতা: ইডেনে শুরু হাইভোল্টেজ লড়াই৷ টসে জিতে গৌতম গম্ভীরের কলকাতার বিরুদ্ধে প্রথমে ব্যাট করছে মহেন্দ্র সিংহ ধোনির সুপারজায়ান্টস্৷ এই মুহূর্তে পুণের রান ৪ ওভারে ২৪ রানে এক উইকেট।
ইডেনে বহু স্মরণীয় ম্যাচ খেলেছেন৷ কিন্তু, এমন পাহাড়প্রমাণ চাপের মুখোমুখি বোধহয় আর কখনও হননি৷ ক্রিকেট বিশেষজ্ঞদের সমালোচনার পাশাপাশি, যাঁর অধিনায়কত্ব নিয়ে ঘরেও উঠতে শুরু করেছে প্রশ্ন৷ তিনি, ধোনি শনিবার ইডেনে গম্ভীর অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে নেমেছেন৷ জঘন্য পারফরমেন্সের নিরিখে এই মরসুমের আইপিএল থেকে আগেই বিদায় নিয়েছে তাঁর পুণে সুপারজায়ান্টস৷ তবু, শনিবার তাঁর কঠিন লড়াই৷ লড়াই নিজেকে প্রমাণ করার৷ কেননা, আগামী মরসুমে এমএসডি-কে অধিনায়কত্ব থেকে সরিয়ে স্টিভ স্মিথের হাতেই দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা করছে পুণে টিম ম্যানেজমেন্ট৷
প্রতিপক্ষ অধিনায়কের উপর পাথর হয়ে বসছে স্নায়ুর চাপ, তখন কলকাতা ক্যাপ্টেন বেশ স্বস্তিতেই থাকার কথা৷ ছবিটা কিন্তু অন্য৷ কেননা, দলগত পরিসংখ্যান নয়, গম্ভীরের পাখির চোখ এখন প্লে-অফ৷ প্লে-অফে জায়গা করতে গেলে বাকি তিনটি ম্যাচের মধ্যে অন্তত দুটি জিততেই হবে৷ যেখানে খেলতে হবে দুর্ধর্ষ ফর্মে থাকা বিরাটের ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও৷ তাই, পুণেকে হারিয়ে সেই রাস্তাটা সহজ করার অঙ্কেই মগ্ন গম্ভীর৷ নারিনকে খেলানোর পুরোদস্তুর চেষ্টা চলছে৷ মিস্ট্রি স্পিনারের সঙ্গে দিনরাত পড়ে রয়েছেন বায়োমেক্যানিক এক্সপার্ট৷ সব মিলিয়ে দুই শিবির চাপে থাকলেও, শনিবাসরীয় ব্লকবাস্টারে ঘরের মাঠে অবশ্যই অ্যাডভান্টেজ কেকেআর৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement