এক্সপ্লোর
ক্যারোলিনা মারিনের কাছে হার, পরপর দু’বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো সিন্ধুর
![ক্যারোলিনা মারিনের কাছে হার, পরপর দু’বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো সিন্ধুর PV Sindhu beaten by Carolina Marin in Badminton World Championship final ক্যারোলিনা মারিনের কাছে হার, পরপর দু’বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো সিন্ধুর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/08/05151427/PV-Sindhu.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ফাইল ছবি
নানজিং (চিন): ২০১৬ রিও অলিম্পিকের পর এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ফের পিভি সিন্ধুকে হারিয়ে মহিলা সিঙ্গলসে সোনা জিতলেন স্পেনের ক্যারোলিনা মারিন। আজ ফাইনালে তাঁর কাছে ১৯-২১, ১০-২১-এ হেরে গেলেন হায়দরাবাদি শাটলার। প্রথম গেমে লড়াই করলেও, দ্বিতীয় গেমে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি সিন্ধু। ফলে সহজেই ম্যাচ জিতলেন মারিন। গতবার গ্লাসগোয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নজোমি ওকুহারার কাছে হেরে যান সিন্ধু। এবারও চ্যাম্পিয়নশিপ তাঁর অধরাই থেকে গেল।
গতকাল সেমি-ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচিকে ২১-১৬, ২৪-২২-এ হারিয়ে দেন সিন্ধু। অন্য সেমি-ফাইনালে চিনের হি বিঙ্গজিয়াওকে ১৩-২১, ২১-১৬, ২১-১৩-এ হারিয়ে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠেন মারিন। ২০১৪-তে প্রথমবার চিনের লি জুয়েরেই এবং ২০১৫-তে সাইনা নেহওয়ালকে হারানোর পর আজ সিন্ধুকে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন এই স্প্যানিশ শাটলার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)