PV Sindhu: নিজের দেশের প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে সিন্ধু, আরও এক আন্তর্জাতিক খেতাবের হাতছানি
Syed Modi International Badminton: শীর্ষ বাছাই সিন্ধু মাত্র ৩৬ মিনিটে ২১-১২, ২১-৯ স্ট্রেট গেমে ভারতেরই উঠতি তারকা উন্নতি হুডাকে পরাজিত করেন।

নয়াদিল্লি: ব্যাডমিন্টনের কোর্টে ফের সিন্ধু সভ্যতার জয়জয়কার। সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল সুপার ৩০০ টুর্নামেন্টে (Syed Modi International Badminton) মহিলাদের সিঙ্গলসে ফাইনালে পৌঁছে গেলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী পি ভি সিন্ধু (P V Sindhu)। শীর্ষ বাছাই সিন্ধু মাত্র ৩৬ মিনিটে ২১-১২, ২১-৯ স্ট্রেট গেমে ভারতেরই উঠতি তারকা উন্নতি হুডাকে পরাজিত করেন। ম্যাচের শুরু থেকেই সিন্ধুর আধিপত্য ছিল। গোটা ম্যাচে অনবদ্য নিয়ন্ত্রণ বজায় রেখে হুডার ভুল কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নেন সিন্ধু।
জয়ের পর সিন্ধু বলেছেন, 'আজকের পারফরম্যান্সে আমি খুশি। শুরু থেকেই লিড ধরে রেখেছিলাম। আমি শুধু কয়েকটি স্ট্রোক খেলতে চেষ্টা করছিলাম এবং সামগ্রিকভাবে, আমি যেভাবে খেলছিলাম তাতে আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমি মনে করি উন্নতি ওর সেরাটা দিয়েছে। কিন্তু আমি ওকে আমাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ দিইনি। তবে উন্নতি ভীষণ প্রতিশ্রুতিমান একজন খেলোয়াড়। ওর জন্য অনেক শুভেচ্ছা রইল। ফাইনালে আমাকে নিজের সেরাটা দিতে হবে।'
ম্যাচের প্রথম গেমে সিন্ধুর ক্রস কোর্ট শট সামলাতে হিমশিম খেতে হয় উন্নতিকে। প্রথম গেমে সিন্ধু ১১-৮ এগিয়ে যান। সেখান থেকে প্রথম গেম জিতে নেন ২১-১২ পয়েন্টে। দ্বিতীয় গেমেও ছিল সিন্ধুর দাপট। সিন্ধু দ্রুত ১১-৪ লিড নিয়ে নেন। সেখান থেকে ২১-৯ পয়েন্টে ম্যাচটি জিতে নেন।
আরও পড়ুন: বুমরার পরিবারে খুশির দিন, শুভেচ্ছা জানালেন সদ্য বাবা-মা হওয়া রোহিত-রীতিকাও
Treesa Jolly & Gayatri Gopichand storms into the Final 💥
— Doordarshan Sports (@ddsportschannel) November 30, 2024
🏸 Indian duo defeated Thailand's opponent by 18-21, 21-18, 21-10 in the women's doubles semi final of the Syed Modi India International 2024. #SyedModiInternational #SyedModi2024 @BAI_Media @UPGovtSports @Media_SAI… pic.twitter.com/mNFSxir5vs
এদিকে, ভারতের মিক্সড ডাবলস জুটি, তানিশা ক্রাস্টো এবং ধ্রুব কপিলাও ফাইনালে তাঁদের জায়গা নিশ্চিত করেছেন। তাঁরা ২১-১৬, ২১-১৫ স্ট্রেট গেমে চিনের ঝি হং ঝু এবং জিয়া ই ইয়াংকে পরাজিত করেছেন।
প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু তাঁর তৃতীয় সৈয়দ মোদি আন্তর্জাতিক খেতাবের অপেক্ষায়। ফাইনালে তাঁর প্রতিপক্ষ তাইল্যান্ডের লালিনরত চাইওয়ান ও চিনের উ লুও ইউ-এর ম্যাচের বিজয়ী। সিন্ধুর ফর্ম তাঁর অনুরাগীদের আশা জোগাচ্ছে। ফের একটি আন্তর্জাতিক খেতাব কি আসবে সিন্ধুর সাফল্যের ঝুলিতে?
আরও পড়ুন: বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি, স্নেহাশিস-কন্যার নতুন ইনিংস, খুশির হাওয়া সৌরভের পরিবারে























