France vs Morocco: বুধবার গভীর রাতে নামছেন এমবাপেরা, কখন, কোথায় দেখবেন দ্বিতীয় সেমিফাইনাল?
Fifa World Cup: শেষ আটের লড়াইয়ে তারা হারিয়ে দিয়েছে পর্তুগালকে। অন্যদিকে অন্যতম ফেভারিট হিসেবে শুরু করে শেষ আটে ইংল্য়ান্ডকে হারিয়ে যোগ্য দল হিসেবেই শেষ চারে উঠেছে ফ্রান্স।
দোহা: কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো (France vs Morocco)। ভারতীয় সময় বুধবার গভীর রাতে, অর্থাৎ বৃহস্পতিবার রাত ১২.৩০ থেকে শুরু হবে এই ম্যাচ। টুর্নামেন্টে একের পর এক অঘটন ঘটিয়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিতে জায়গা করে নিয়েছে মরক্কো। শেষ আটের লড়াইয়ে তারা হারিয়ে দিয়েছে পর্তুগালকে। অন্যদিকে অন্যতম ফেভারিট হিসেবে শুরু করে শেষ আটে ইংল্য়ান্ডকে (England) হারিয়ে যোগ্য দল হিসেবেই শেষ চারে উঠেছে দেশঁর দল।
খেলা কবে?
১৫ ডিসেম্বর, বুধবার গভীর রাতে (বৃহস্পতিবার) হবে খেলা
কোথায় হবে খেলা?
এই ম্যাচটি আয়োজিত হবে আল বায়াত স্টেডিয়ামে
কখন শুরু ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ১২.৩০টায় খেলা শুরু হবে
কোথায় দেখা যাবে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচটি?
স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচ।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে জিও সিনেমায় ফ্রান্স বনাম মরক্কো ম্যাচটি দেখা যাবে।
নভেম্বরে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ফ্রান্সিসকো নোভেলেতো জানিয়েছিলেন যে, ব্রাজিল বিশ্বকাপ জিতলে তিনি তিতেকে দায়িত্বে থেকে যাওয়ার অনুরোধ করবেন। কিন্তু সেই সম্ভাবনা আর নেই। তিতের সঙ্গেই বিদায় নেওয়ার কথা তাঁর পুত্র মাথাউস ও সহকারী কোচ ক্লেবের হাভিয়ারের। দুজনই কোচিং টিমের সদস্য ছিলেন। তিতের পরিবর্ত হিসাবে শোনা যাচ্ছে পামেইরাসের কোচ আবেল ফেরেইরা, ফ্লুমিনিজের কোচ ফার্নান্দো দিনিজ, ইন্টারন্যাশিওনালের কোচ মানো মেনেজেস ও দোরিভাল জুনিয়রের নাম।
ব্রাজিল ফুটবল সংস্থার নতুন প্রেসিডেন্ট এদনাল্ডো রদ্রিগেস চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি বলেছিলেন, 'বিশ্বকাপের পর এ নিয়ে সিদ্ধান্ত নেব। তবে পরবর্তী কোচ দেশেরই কাউকে হতে হবে সেরকম ব্যাপার নয়।' সূত্রের খবর, দীর্ঘকালীন মেয়াদে কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে।
তবে সবচেয়ে বেশি জল্পনা নেমারকে নিয়ে। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, সরে দাঁড়ানোর কথা ভাবছেন নেমার। তিনি নিজে ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, 'আমি যদি বলি এটাই শেষ, তাহলে বলব তাড়াহুড়ো করে ফেলছি। তবে কোনও কিছু নিয়েই নিশ্চয়তা দিচ্ছি না।' সব মিলিয়ে ব্রাজিল দলে বেশ কিছু পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন: বিশ্বকাপে শেষ চারের দ্বৈরথে মুখোমুখি মেসি বনাম মদ্রিচ, কখন, কোথায় দেখবেন ম্যাচ?