Ravichandran Aswin: কপিলকে টপকে কপিলের থেকেই কী উপহার পেলেন অশ্বিন?
Ravichandran Aswin: কিন্তু সেই টেস্ট আরও বেশি করে মনে রাখার রবিচন্দ্রন অশ্বিনের। কপিল দেবকে টপকে এই মুহূর্তে টেস্ট ভারতের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি তিনিই। সামনে শুধু রয়েছেন অনিল কুম্বলে।
মোহালি: প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু সেই টেস্ট আরও বেশি করে মনে রাখার রবিচন্দ্রন অশ্বিনের। কপিল দেবকে টপকে এই মুহূর্তে টেস্ট ভারতের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি তিনিই। সামনে শুধু রয়েছেন অনিল কুম্বলে। কপিলের ঝুলিতে রয়েছে ৪৩৪ উইকেট। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে চারিথ আসালাঙ্কাকে আউট করার সঙ্গে সঙ্গে তাঁকে টপকে যান অশ্বিন। উল্লেখ্য, প্রথম টেস্টে ইনিংস ও ২২২ রানে ভারত হারিয়ে দেয় শ্রীলঙ্কাকে।
এক সাক্ষাৎকারে এই কৃতিত্বের পরে অশ্বিন বলেন, ''কখনও কখনও মানুষ ভুলে যান, যে কপিল দেব, সচিন তেন্ডুলকর, হরভজন সিংহ, অনিল কুম্বলে এঁনারা দেশের ক্রিকেটের জন্য যা করেছেন, তার কোনও তুলনাই হয় না। তাঁরা আমার আইডল। তাঁদের জন্যই আজ আমি হয়ত এই জায়গায় পৌঁছোতে পেরেছি। আমি সবসময় মাথা নীচু রাখতে চাই এই মানুষগুলোর সামনে। নিজের কৃতিত্ব নিয়ে খুশি। কিন্তু তবুও বলব এই মানুষগুলোর সঙ্গে তুলনা আসে না।''
হরিয়ানার হ্যারিকেনের থেকে উপহারও পেয়েছেন অশ্বিন। তিনি বলেন, ''ভীষণ মিষ্টি একটা মানুষ কপিল পাজি। আমাকে বোকে পাঠিয়েছিলেন প্রথম টেস্টের পর। আবার নিজে হাতে লেখা একটি চিঠিও পাঠিয়ে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি সত্যিই অভিভূত।''
এখন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী অশ্বিন। টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন অনিল কুম্বলে (Anil Kumble)। তিনি ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নিয়েছেন। মোহালি টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে পথুম নিশাঙ্কার উইকেট নিয়ে কপিলকে স্পর্শ করেন অশ্বিন। এরপর দিনের তৃতীয় সেশনে আসালাঙ্কাকে আউট করে কপিলকে টপকে যান এই অফস্পিনার। এই টেস্টের প্রথম ইনিংসে ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে তিনি ৪৭ রান দিয়ে ৪ উইকেট নিলেন। এই টেস্টের পর তাঁর উইকেট সংখ্যা হল ৪৩৬।
চতুর্থ ভারতীয় বোলার হিসেবে টেস্টে ৪০০ বা তার বেশি উইকেট নিলেন অশ্বিন। চলতি টেস্টে রিচার্ড হ্যাডলি, রঙ্গনা হেরাথ ও কপিলকে টপকে টেস্টের ইতিহাসে নবম উইকেটশিকারী হয়ে গেলেন অশ্বিন। এখনও যাঁরা টেস্ট ক্রিকেট খেলছেন, তাঁদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী অশ্বিন। এক্ষেত্রে তাঁর আগে আছেন ইংল্যান্ডের দুই পেসার স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন। টেস্টে এখনও পর্যন্ত ৫৩৭ উইকেট নিয়েছেন ব্রড, অ্যান্ডারসনের উইকেট সংখ্যা ৬৪০।