Vedaant Madhavan Record: সাঁতারে জাতীয় রেকর্ড ছেলে বেদান্তের, ট্যুইটে আনন্দ ভাগ করে নিলেন মাধবন
Vedaant Madhavan Swimming Record: একের পর এক সাফল্য পেয়েই যাচ্ছেন বেদান্ত। এর আগে কোপেনহেগেনে অনুষ্ঠিত ড্যানিশ ওপেন সুইমিং ২০২০-এ রুপোর পদক জেতেন তিনি।
নয়াদিল্লি: সাঁতারে ফের সাফল্য পেলেন অভিনেতা আর মাধবনের ছেলে বেদান্ত মাধবন। জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতলেন বেদান্ত। পুরনো রেকর্ড ভেঙে দিলেন তিনি। ছেলের সাফল্য ভাগ করে নিলেন ট্যুইটারে বলি অভিনেতা।
ট্যুইটে কী পোস্ট করলেন মাধবন?
Never say never . 🙏🙏🙏❤️❤️🤗🤗 National Junior Record for 1500m freestyle broken. ❤️❤️🙏🙏@VedaantMadhavan pic.twitter.com/Vx6R2PDfwc
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 17, 2022
একের পর এক সাফল্য পেয়েই যাচ্ছেন বেদান্ত। এর আগে কোপেনহেগেনে অনুষ্ঠিত ড্যানিশ ওপেন সুইমিং ২০২০-এ রুপোর পদক জেতেন তিনি। পুরুষদের ৮০০ মিটার ফ্রি স্টাইল বিভাগে সোনা জিতে নিয়েছে বেদান্ত। ২০২১ সালে বেঙ্গালুরুতে হওয়া '৪৭ তম জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপস'-এ এই সাঁতারু মোট চারটি রুপোর পদক জিতেছিল। ঝুলিতে ছিল আরও তিনটি ব্রোঞ্জের পদকও।
নিজের পরিচয় গড়তে চান বেদান্ত
এর আগে এক সাক্ষাৎকারে বেদান্ত বলেছিলেন তাঁর লক্ষ্যের কথা। তিনি জানিয়েছিলেন, ''আমি আমার বাবার ছায়ায় থাকতে চাইনি। আমি নিজের জন্য একটি নাম করতে চেয়েছিলাম। আমি শুধু আর মাধবনের ছেলে হতে চাইনি।''
বাবা আর মাধবন জনপ্রিয় অভিনেতা
বেদান্তের বাবা আর মাধবন একজন দক্ষ অভিনেতা। থ্রি ইডিয়টস-এ যাঁর অভিনয় আলোড়ন ফেলেছিল। দক্ষিণ ভারতের এহেন জনপ্রিয় অভিনেতা স্ত্রী সরিতা। মহারাষ্ট্রে কমিউনিকেশন ও পাবলিক স্পিকিং-এর একটি ওয়ার্কশপে স্ত্রী সরিতা বিরজে-র সঙ্গে পরিচয় মাধবনের। এক আত্মীয়ের সুপারিশে মাধবনের ক্লাসে যোগ দিয়েছিলেন সরিতা। ওই কোর্স শেষ হওয়ার পর উভয়ে ডেট করা শুরু করেন। মাধবন ফিল্ম ইন্ডাস্ট্রি-তে প্রবেশ করার আগেই এক নভেম্বরে সরিতকে বিয়ে করেন। এরপর কেটে গিয়েছে ২০টা বছর। ভ্যালেন্টাইন ডে-তে একটি রোম্য়ান্টিক পোস্ট করে মাধবন তাঁর স্ত্রীকে 'জীবনের সবথেকে বড় আশীর্বাদ' হিসাবে উল্লেখ করেছিলেন।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা, ফিরলেন হোল্ডার