এক্সপ্লোর
Advertisement
চোট পেয়ে ছিটকে গেলেন রাহানে, শামির খেলা নিয়েও প্রশ্ন
মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলতে নামার আগে প্রতিপক্ষের চেয়েও ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চোট-আঘাত। নির্ভরযোগ্য ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে অনুশীলনে ডান হাতের তর্জনিতে চোট পেয়ে চলতি সিরিজ থেকেই ছিটকে গেলেন। পেসার মহম্মদ শামিরও হাঁটুতে চোট। তিনি ওয়াংখেড়েতে খেলতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। রাহানের বদলে মণীশ পাণ্ডেকে দলে নেওয়া হয়েছে। শামির বদলি হিসেবে শার্দুল ঠাকুরকে তৈরি রাখা হচ্ছে। বাংলার এই পেসার আদৌ খেলতে পারবেন কি না, সে বিষয়ে আজ সন্ধ্যায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
আরও পড়ুন, লোকেশ রাহুল ফিরছেন, মিডল অর্ডারে পার্থিব
২-০ এগিয়ে থাকা ভারত ওয়াংখেড়ে টেস্ট ড্র করতে পারলেই সিরিজ জিতে নেবে। কিন্তু তার আগে দলের নির্ভরযোগ্য খেলোয়াড়দের চোট কোহলিকে চিন্তার ফেলে দিয়েছে। বিসিসিআই-এর মেডিক্যাল টিম শামির চোট পরীক্ষা করে তাঁকে সুস্থ করার চেষ্টা করছে। কোহলি বলেছেন, মোহালি টেস্টের পরেই হাঁটুতে ব্যথার কথা জানিয়েছিলেন শামি। ২০১৫ বিশ্বকাপের পর হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় ১৫ মাস মাঠের বাইরে ছিলেন এই পেসার। তাই তাঁকে জোর করে খেলিয়ে চোট বাড়াতে চায় না ভারত। তাঁর বিষয়ে তাড়াহুড়ো করা হবে না।
১৯৮৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ১৯৮৭ সালের ৯ মার্চ পর্যন্ত টানা ১৭ টেস্টে অপরাজিত ছিল ভারত। কোহলির দল টানা ১৬ টেস্টে অপরাজিত। চলতি সিরিজের বাকি দুটি টেস্টে অপরাজিত থাকতে পারলে অতীতের সেই রেকর্ড টপকে যাবে বর্তমান ভারতীয় দল। সেই লক্ষ্যেই ওয়াংখেড়েতে নামছেন কোহলিরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement