এক্সপ্লোর
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর কুম্বলের বদলে ভারতের কোচ দ্রাবিড়?

চেন্নাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পরই কি ভারতীয় দলের কোচ পদে অনিল কুম্বলের মেয়াদ শেষ হচ্ছে? সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ঘিরে এই জল্পনা ছড়িয়েছে। গত বছরের জুনে ভারতীয় দলের কোচ নিযুক্ত হয়েছিলেন প্রাক্তন স্পিনার কুম্বলে। তাঁর আমলে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ জিতেছে ভারত। এরপর দেশের মাঠে নিউজিল্যান্ড (৩-০), ইংল্যান্ড (৪-০) এবং বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতেছে ভারত। আইসিসি-র টেস্ট দলের ক্রমতালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে ভারত। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর কুম্বলে আর কোচের পদে নাও থাকতে পারেন। কারণ, বিসিসিআই কুম্বলেকে টিম ডিরেক্টর হওয়ার প্রস্তাব দিতে চলেছে। কুম্বলেকে বেঙ্গালুরু টেস্টের পর বিসিসিআই-এর প্রশাসক কমিটি (সিওএ) ভারতের পুরুষ দল, ভারত এ দল , মহিলা দল ,জুনিয়র টিমগুলি সম্পর্কে একটি সার্বিক রিপোর্ট জমা দিতে বলেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। কুম্বলে টিম ডিরেক্টর নিযুক্ত হলে জাতীয় ও কর্নাটক দলে তাঁ প্রাক্তন সহ খেলোয়াড় রাহুল দ্রাবিড় কোহলিরদের কোচ হতে পারেন। বর্তমানে ভারত এ দলের কোচ দ্রাবিড়। সিওএ সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি ভেঙে দিতে চলেছে বলে খবর। এরপর ওই প্রাক্তন ক্রিকেটারকে জাতীয় দলের ক্রিকেটিং অপারেশনসের ম্যানেজার হিসেবে নিযুক্ত করতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















