India vs Pakistan: ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে নিয়ে সুপার সিরিজের প্রস্তাব রামিজ রাজার
India vs Pakistan Cricket: ২০১২ সালে শেষবার ভারত সফরে এসেছিল পাকিস্তান। তারপর আর দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। এবার ভারতকে নিয়ে চারদেশীয় সিরিজের প্রস্তাব দিলেন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা।
নয়াদিল্লি: ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে বার্ষিক টি-২০ প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। তাঁর প্রস্তাব অনুযায়ী, প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে চারটি দেশেই হোক এই প্রতিযোগিতা। ভারতীয় দল যেমন পাকিস্তানে খেলতে যাবে, তেমনই পাকিস্তানও ভারতে খেলতে আসবে।
পিসিবি চেয়ারম্যানের ট্যুইট, ‘নমস্কার ক্রিকেটপ্রেমীরা, আইসিসি-র কাছে প্রস্তাব দেব, প্রতি বছর ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে নিয়ে চারদেশীয় টি-২০ সুপার সিরিজ আয়োজন করা হোক। ঘুরিয়ে ফিরিয়ে চারটি দেশেই এই প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে। এই প্রতিযোগিতা থেকে যে অর্থ পাওয়া যাবে, তা আইসিসি-র সব সদস্য দেশের মধ্যেই ভাগ করে দেওয়া যেতে পারে।’
দীর্ঘদিন বন্ধ থাকার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। ২০১৯ থেকে একাধিক দল পাকিস্তানে খেলেও এসেছে। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্বও পেয়েছে পাকিস্তান। তবে পিসিবি-র আর্থিক অবস্থার উন্নতির জন্য ভারতের সঙ্গে সিরিজ চাইছেন রামিজ রাজা। ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক এখন যে জায়গায়, তাতে দ্বিপাক্ষিক সিরিজের ভাবনা অলীক কল্পনা ছাড়া আর কিছু নয়। তাই কৌশলে ভারতকে রেখেই চারদেশীয় প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিচ্ছেন পিসিবি চেয়ারম্যান। বিসিসিআই এই প্রস্তাবে সায় দেবে কি না, সেটা বলা যাচ্ছে না। ঠাসা ক্রীড়াসূচির মধ্যে রামিজ রাজার প্রস্তাবিত সুপার সিরিজের জন্য সময় বের করা যায় কি না, সেটাও বড় প্রশ্ন।
রামিজ রাজা বেশ কিছুদিন ধরেই ভারত-পাকিস্তান সিরিজের পক্ষে সওয়াল করে আসছেন। টি-২০ বিশ্বকাপের সময়ও তিনি বলেছিলেন, ভারত-পাকিস্তানের মধ্যে আরও বেশি ম্যাচ হওয়া উচিত। এবার সেই প্রস্তাবই দিলেন তিনি।
টি-২০ বিশ্বকাপে ভারতকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। এই প্রথম যে কোনও বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান। এই জয়ে উৎসাহিত হয়ে উঠেছে পিসিবি। তারপরেই ভারতের সঙ্গে সিরিজ আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পিসিবি বেশ উৎসাহী। কারণ, ক্রিকেটপ্রেমীরা সবসময়ই ভারত-পাকিস্তান ম্যাচের অপেক্ষায় থাকেন। এই ম্যাচ সবসময়ই উত্তেজক। ফলে রামিজ রাজার প্রস্তাবিত সুপার সিরিজ হলে স্পনসরের অভাব হবে না। সেক্ষেত্রে আর্থিকভাবে লাভবান হবে আইসিসি ও সদস্য দেশগুলি।