Bengal vs Baroda: ২৩৭ রানে এগিয়ে বঢোদরা, রঞ্জির প্রথম ম্যাচেই কোণঠাসা মনোজরা
Ranji Trophy: রান পাননি ক্রুণাল পাণ্ড্য। মাত্র ১০ রান করে আকাশ দীপের বলে ফেরেন তিনি। দ্বিতীয় দিনের শেষে বাংলার চেয়ে ২৩৭ রানে এগিয়ে বঢোদরা।
কটক: বোলাররা তাঁদের কাজটা দারুণভাবে করেছিলেন। কিন্তু চূড়ান্ত ব্যর্থ ব্যাটাররা। বঢোদরার বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম ম্যাচেই বাংলা ব্যাটিং বিভাগের কঙ্কালসার দেহটা যেন পরিষ্কার বােঝা গেল। মাত্র ৮৮ রানে অল আউট হয়ে গেল গোটা দল। সর্বোচ্চ ২১ রান করলেন ওপেনার সুদীপ কুমার ঘরামি ও অভিষেককারী অভিষেক পোড়েল। দলের ২ অভিজ্ঞ ব্যাটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ও অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar) খাতাই খুলতে পারলেন না। প্রথম ইনিংসে বঢোদরা করেছিল ১৮১ রান। জবাবে ৮৮ রানে শেষ হয়ে গেল বাংলা।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে বঢোদরার স্কোর ১৪৪/৫। অধিনায়ক কেদার দেওধর ৪১ রান করেছেন। প্রত্যুষ কুমার ৩৯ রান করে অপরাজিত। তবে রান পাননি ক্রুণাল পাণ্ড্য। মাত্র ১০ রান করে আকাশ দীপের বলে ফেরেন তিনি। দ্বিতীয় দিনের শেষে বাংলার চেয়ে ২৩৭ রানে এগিয়ে বঢোদরা।
গতকালই দিনের শেষে ১ উইকেট হারিয়েছিল বাংলা। মাত্র ৪ রান করে ফিরে গিয়েছিলেন অভিমন্যু ঈশ্বরণ। এদিন সকালে সুদীপ চট্টোপাধ্যায় ও সুদীপ ঘরামি মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু একের পর এক উইকেট হারাতে থাকে বাংলা দল। সুদীপ চট্টোপাধ্যায় ১১ রান করে ফিরে যান। এরপর টানা ২ জন সিনিয়র ক্রিকেটার মনোজ ও অনুষ্টুপের উইকেট হারায় বাংলা। তরুণ অলরাউন্ডার শাহবাজ আমেদ ২০ রানের ইনিংস খেলেন। ঋত্বিক চট্টোপাধ্যায় ৯ রান করে আউট হন। এরপর লোয়ার অর্ডারে কেউই দাঁড়াতে পারেননি ক্রিজে।
প্রথম দিনের শেষে ছিল আশার আলো ছিল। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বদলে গেল সব কিছু। দ্বিতীয় দিনের শেষে বাংলা শিবিরে নিকশ কালো আঁধার। বঢোদরার বিরুদ্ধে মাত্র ৮৮ রানে অল আউট হয়ে গেল বাংলা (Bengal vs Baroda)। রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলার ব্যাটিং। মাত্র ৩৪.৩ ওভারে শেষ হয়ে গেল বাংলা। সর্বোচ্চ স্কোর অভিষেক ম্যাচ খেলতে নামা অভিষেক পোড়েল ও নবাগত সুদীপ ঘরামির। দুজনই ২১ রান করে করেছেন।
লজ্জার বিপর্যয় দেখে ক্ষিপ্ত বাংলার কোচ। কটক থেকে মোবাইল ফোনে অরুণ লাল (Arun Lal) বললেন, 'মেরুদণ্ডহীন ব্যাটিং। এর কোনও ব্যাখা আমার কাছে নেই।' যোগ করলেন, 'হতে পারে মরসুমের প্রথম ম্যাচ বলে ব্যাটাররা চাপে ছিল। কিন্তু তাই বলে এই পারফরম্যান্স। মানসিকভাবে এত ভঙ্গুর হলে চলে নাকি!'