(Source: ECI/ABP News/ABP Majha)
Manoj Tiwary: আর ৬০ রানের মধ্যে অল আউটও করে দিতে পারি, মরণকামড়ের হুঁশিয়ারি মনোজের
BCCI: সৌরাষ্ট্র পিছিয়ে রয়েছে ৯৩ রানে। এখনও ৮ উইকেট রয়েছে জয়দেব উনাদকটদের।
সন্দীপ সরকার, কলকাতা: দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। প্রথম দিনের শেষে প্রবল চাপে দল। তবু, তিনি, মনোজ তিওয়ারি (Manoj Tiwary) মনেপ্রাণে বিশ্বাস করেন, চাপের মুখেই সেরারা জ্বলে ওঠে। তাই মরার আগে মরতে রাজি নন বঙ্গ অধিনায়ক।
সৌরাষ্ট্রের বিরুদ্ধে (Bengal vs Saurashtra) প্রথম দিনের শেষে কোণঠাসা বাংলা। সৌরাষ্ট্র পিছিয়ে রয়েছে ৯৩ রানে। এখনও ৮ উইকেট রয়েছে জয়দেব উনাদকটদের। তবু বিশ্বাস হারাচ্ছেন না মনোজ। বলছেন, 'এখনও চারদিন বাকি আছে। কাল সকালের সেশনটা গুরুত্বপূর্ণ। যেভাবে গোটা মরসুম আমাদের জোরে বোলাররা বল করেছে, তাতে ভাল কিছু আশা করাই যায়। হাতে এখনও ৯৩ রান রয়েছে। আমি ছেলেদের বলছি, ৮টা উইকেট নেওয়ার বল লাগবে। সেটা ২০ ওভারও লাগতে পারে, ৫ ওভারেও হতে পারে।'
বাংলার ১৭৪ রান তাড়া করতে নেমে মাত্র ১৭ ওভারে ৮১ রান তুলেছে সৌরাষ্ট্র। মনোজ বলছেন, 'আজ একটু রান বেশি খরচ হয়েছে। আজ অনেককিছুই ঠিক হয়নি। কোথায় ভুল হয়েছে, সেটা আমরা সবাই জানি। তবে এখান থেকে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, সেটাই ঠিক করতে হবে। ভাল জায়গায় বল করলে নিশ্চয়ই ঘুরে দাঁড়াব। শেষ বল পর্যন্ত লড়াই করব। ভাল জায়গায় বল করতে হবে। আমরা লিডও নিতে পারি। আর ৬০ রানের মধ্যে অল আউট করে দিতে পারি সৌরাষ্ট্রকে। বোলারদের ওপর বিশ্বাস আছে।'
তবে ব্যাটিং বিপর্যয় যেন কাঁটার মতো বিঁধছে। মনোজ বলেছেন, 'ড্রেসিংরুমে আলোচনা করেছি। এক-একটা সেশন কাটলে ব্যাটিং সহজ হয়ে যায়। পরে বল নড়াচড়া কমে যায়। এই মরসুমে এত খারাপ শুরু হয়নি। হল তো ফাইনালেই হল। প্রথম ওভারে উইকেট পড়ল। বাঁহাতি জোরে বোলার বল ফেলে ভেতরে আনছিল। শাহবাজ ও অভিষেক দারুণ লড়াই করেছে। টস আমাদের হাতে নেই। ইডেনে প্রথম ঘণ্টায় কী হয় সেটা সবাই জানি।' যোগ করেছেন, 'বোলারদের সঙ্গে কথা বলে মনে হয়নি ওরা চাপে আছে। ম্যাচ শেষ হয়নি। ভাল বল করলে উইকেট আসবেই।'