Ranji Trophy league: কবে থেকে শুরু হবে রঞ্জি ট্রফির প্রথম লেগ?
Ranji Trophy league: গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল প্রথমে এবারের রঞ্জি টুর্নামেন্ট। কিন্তু কোভিড পরিস্থিতিতে সূচি বদলের সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই।
মুম্বই: আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফির প্রথম লেগের ম্যাচ। এখনও সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি যদিও। তবে সম্ভাবনা অন্তত তেমনই। ৫ মার্চ পর্যন্ত চলবে রঞ্জির প্রথম লেগের ম্যাচ। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল প্রথমে এবারের রঞ্জি টুর্নামেন্ট। কিন্তু কোভিড পরিস্থিতিতে সূচি বদলের সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই।
করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল এবারের রঞ্জি টু্র্নামেন্টে। কিন্তু এবার সেই টুর্নামেন্ট শুরুর ভাবনায় বিসিসিআই (bcci)। তবে টানা এই টুর্নামেন্ট না করে ২ ভাগে তা করতে চলেছে বিসিসিআই। ফেব্রুয়ারি-মার্চে হবে টুর্নামেন্টের লিগ পর্বের ম্য়াচগুলো। আর আগামী জুনে নক আউটের (knock out) ম্যাচগুলো আয়োজন করা হবে। অর্থাৎ আইপিএলের আগে লিগ পর্বের ম্য়াচগুলো হয়ে যাবে। আর আইপিএলের পরে রঞ্জির (ranji trophy) নক আউট পর্বের ম্যাচগুলো খেলা হবে।
বোর্ড সচিব জয় শাহ (jay shah) এক বিবৃতিতে কিছুদিন আগেই জানিয়েছেন, ''বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবারের রঞ্জি ট্রফি ২ টো ভাগে আয়োজন করা হবে। প্রথম ভাগে লিগ পর্যায়ের সব ম্যাচ হবে। পরের পর্যায়ে নক আউটের ম্যাচগুলো হবে। ফেব্রুয়ারি-মার্চে প্রথম পর্বের ম্যাচগুলো আয়োজিত হবে। জুনে নক আউটের ম্যাচ হবে।''
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব তাঁর বিবৃতিতে আরও বলেছিলেন, ''আমার দল গোটা বিষয়টির দিকে নজর রেখেছে। কোভিড পরিস্থিতিতে প্রত্যেক প্লেয়ার ও সাপোর্ট স্টাফ ও গ্রাউন্ডসম্যানদের সুস্থতার দিকে লক্ষ্য রাখাটাও আমাদের দায়িত্ব। রঞ্জি ট্রফি আমাদের দেশের একটি ঐতিহ্যশালী ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। প্রত্যেক বছর প্রচুর প্রতিভা এই টুর্নামেন্টে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পায়। তাই কোনোভাবেই এই টুর্নামেন্টকে আমরা উপেক্ষা করতে পারি না। সুস্থভাবে এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য় যা যা পদক্ষেপ নেওয়ার সব নেওয়া হবে।''
আরো পড়ুন: ৪ বলে ৪ উইকেট, রেকর্ড গড়ে ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টি সিরিজ জেতালেন হোল্ডার