এক্সপ্লোর
সব ধরনের ক্রিকেট থেকে অবসর ওয়াসিম জাফরের
১৯৯৬-৯৭ মরসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় জাফরের।
![সব ধরনের ক্রিকেট থেকে অবসর ওয়াসিম জাফরের Ranji Trophy legend Wasim Jaffer announces retirement from all forms of cricket সব ধরনের ক্রিকেট থেকে অবসর ওয়াসিম জাফরের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/07190300/wasim-jaffer01.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ফাইল ছবি
মুম্বই: সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি সাফল্য না পেলেও, ঘরোয়া ক্রিকেটে তিনি দুর্দান্ত সাফল্য পেয়েছেন। রঞ্জি ট্রফিতে তিনি ১১ হাজারেরও বেশি রান করেছেন। এই প্রতিযোগিতায় তিনিই সর্বোচ্চ রান সংগ্রহকারী। রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছেন তিনি।
১৯৯৬-৯৭ মরসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় জাফরের। তিনি ভারতীয় দলের হয়ে ৩১টি টেস্ট ম্যাচ ও দু’টি একদিনের ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়ে টেস্টে তাঁর শতরান পাঁচটি এবং অর্ধশতরান ১১টি। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা ৫৭। অর্ধশতরান ৯১টি। সর্বোচ্চ রান ৩১৪।
অবসর ঘোষণার পর জাফর বলেছেন, ‘স্কুল পর্যায় থেকে পেশাদারী ক্রিকেট পর্যন্ত সব কোচকে ধন্যবাদ। তাঁরা আমার দক্ষতায় শান দিতে সাহায্য করেছেন। আমার উপর আস্থা রাখার জন্য নির্বাচকদের ধন্যবাদ। যে অধিনায়কদের অধীনে খেলেছি তাঁদেরও ধন্যবাদ। তাঁদের কাছ থেকে অনেককিছু শিখেছি। আমাকে খেলার সুযোগ দেওয়ায় বিসিসিআই, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। আমার বাবা চাইতেন, তাঁর ছেলেদের মধ্যে অন্তত একজন ভারতীয় দলের হয়ে খেলুক। তাঁর এই স্বপ্ন পূরণ করতে পেরে আমি গর্বিত।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)