এক্সপ্লোর
Advertisement
৯৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে কর্ণাটক, বাংলার ফাইনালে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল
রঞ্জি ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের সামনে জয়ের জন্য ৩৫২ রানের লক্ষ্য রাখল বাংলা। দ্বিতীয় ইনিংসে বাংলা ১৬১ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল দিনের শেষে বাংলার রান ছিল চার উইকেটে ৭২।
কলকাতা: #তৃতীয় দিনের খেলার শেষে কর্ণাটকের সংগ্রহ ৩ উইকেটে ৯৮। জয়ের জন্য তাদের এখনও প্রয়োজন ২৫৪ রান। হাতে রয়েছে সাত উইকেট। ইতিমধ্যেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন কেএল রাহুল ও করুণ নায়ারের মতো ব্যাটসম্যান। ক্রিজে রয়েছেন দেবদূত পাডিক্কল (৫০) ও মণীশ পান্ডে (১১)।
কর্ণাটকের ইনিংসে প্রথম আঘাত হানেন ইশান পোড়েল। এরপর সম্রাট ও দেবদূতের জুটি দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। আকাশ দীপ সম্রাটকে তুলে নেন। সম্রাট ও দেবদূতের জুটিতে ৫৭ রান যোগ হয়। এরপর নায়ারকে ফেরান মুকেশ কুমার। নায়ার ৬ রান করে দলের ৭৬ রানে আউট হন। এরপর আর কোনও উইকেট পড়েনি।
ইতিমধ্যেই ম্যাচের রাশ বাংলার হাতে। চতুর্থ দিন কর্ণাটককে অলআউট করে রঞ্জির ফাইনালে জায়গা করে নেওয়াই হবে বাংলা দলের লক্ষ্য।
এর আগে রঞ্জি ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের সামনে জয়ের জন্য ৩৫২ রানের লক্ষ্য রাখে বাংলা। দ্বিতীয় ইনিংসে বাংলা ১৬১ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল দিনের শেষে বাংলার রান ছিল চার উইকেটে ৭২। ক্রিজে ছিলেন প্রথম ইনিংসের নায়ক অনুষ্টুপ মজুমদার। সঙ্গে সুদীপ চট্টোপাধ্যায় ( ৪০ রান)।এদিন অবশ্য নিজের স্কোরে আর পাঁচ রান যোগ করে ফিরে যান সুদীপ। এরপর শ্রীবত্স গোস্বামীও ০ রানে প্যাভিলিয়নে ফেরেন। ৮৯ রানে ছয় উইকেট পড়ে বাংলার। এরপর অনুষ্ঠুপ শাহবাজ আহমেদকে নিয়ে সপ্তম উইকেটে ৬১ রান যোগ করেন অনুষ্ঠুপ। ব্যক্তিগত ৩১ রানে গৌতমের বলে আউট হন শাহবাজ। এরপর আকাশদীপও দ্রুত আউট হন। চালিয়ে রান তুলতে গিয়ে আউট হন অনুষ্ঠুপ। ৪১ রান করেন তিনি। শেষপর্যন্ত ১৬১ রানে শেষ হয় বাংলার দ্বিতীয় ইনিংস।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বড়সড় ধাক্কা খেয়েছে কর্ণাটক। ইশান পোড়েলের বলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে এল রাহুলকে। শূন্য রানে প্রথম উইকেট হারায় তারা।Bengal all out for 161 in the second innings. Karnataka need 352 runs to win the @paytm #RanjiTrophy semifinal.
Follow it live ???? https://t.co/8vuWwOBGXI#BENvKAR pic.twitter.com/RxhCMEL9NG — BCCI Domestic (@BCCIdomestic) March 2, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement