এক্সপ্লোর
Advertisement
কপিল-ইমরান যা পারেননি সেটাই করে দেখালেন অশ্বিন
গ্রস আইলেট: রবিচন্দ্রন অশ্বিন কি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার? এখনই হয়তো এই কথা বলা বাড়াবাড়ি হবে। তবে নিশ্চিতভাবেই সেদিকে এগিয়ে চলেছেন অশ্বিন। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজেই এমন একটি নজির গড়ে ফেলেছেন, যা ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা দুই অলরাউন্ডার কপিল দেব ও ইমরান খানও করতে পারেননি।
এই সিরিজে তিনবার ব্যাট করে অশ্বিন দুটি শতরান করে ফেলেছেন। পাশাপাশি দু বার পাঁচ উইকেটও নিয়েছেন। তাঁর আগে শুধু রিচি বেনো, টনি গ্রেগ ও ইয়ান বথাম একই সিরিজে একাধিক শতরান এবং পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। চতুর্থ ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন অশ্বিন।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে অশ্বিনের আগে শুধু গুন্ডাপ্পা বিশ্বনাথ ও ভিভিএস লক্ষ্মণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চারটি শতরান করেছিলেন। এই রেকর্ড গড়ে সচিন তেন্ডুলকর, দিলীপ সারদেশাই, নভজ্যোত সিংহ সিধু, চাঁদু বোরদে, মহিন্দর অমরনাথ, পলি উমরিগড় ও কপিলকে টপকে গেলেন অশ্বিন। ভারতীয়দের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট শতরানের হিসেবে অশ্বিনের আগে আছেন রাহুল দ্রাবিড় (৫), দিলীপ বেঙ্গসরকার (৬) ও সুনীল গাওস্কর।
বর্তমানে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার অশ্বিন। বল হাতে বেশ কিছুদিন ধরেই ভারতকে ভরসা দিচ্ছেন এই অফস্পিনার। এখন ব্যাট হাতেও তিনি নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন। প্রকৃত অর্থেই ম্যাচ উইনার হয়ে উঠেছেন অশ্বিন। তাঁর এই ভূমিকায় মিডল ও লোয়ার অর্ডার নিয়ে অনেকটা নিশ্চিন্ত হতে পেরেছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। নিজের প্রিয় জায়গা ৬ নম্বরে ব্যাটিং করার সুযোগ চাইছিলেন অশ্বিন। অধিনায়ক তাঁকে সেই সুযোগ দিয়েছেন। অশ্বিন নিরাশ করেননি। এই পারফরম্যান্সের পর আপাতত টেস্টে ৬ নম্বরে তাঁকে ছাড়া অন্য কাউকে ভাবা যাচ্ছে না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement