এক্সপ্লোর
বোর্ডের আচরণ বিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচে নিষিদ্ধ অম্বাতি রায়াডু
![বোর্ডের আচরণ বিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচে নিষিদ্ধ অম্বাতি রায়াডু Rayudu gets two-match ban for breaching BCCI Code of Conduct বোর্ডের আচরণ বিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচে নিষিদ্ধ অম্বাতি রায়াডু](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/31191235/ambati-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আচরণ বিধি ভঙ্গের দায়ে হায়দরাবাদের অধিনায়ক অম্বাতি রায়াডুকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করল বিসিসিআই। গত ১১ জানুয়ারি কর্নাটকের বিরুদ্ধে হায়দরাবাদের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে আচরণ বিধি ভঙ্গের জন্য রায়াডুকে এই সাজা দিল বোর্ড।
বিসিসিআই এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, আসন্ন বিজয় হজারে ট্রফিতে হায়দরাবাদের হয়ে রায়াডুর দুটি ম্যাচ খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, অভিযোগ দায়ের করেছিলেন দুই অনফিল্ড আম্পায়ার এবং থার্ড আম্পায়ার। ওই অবাঞ্ছিত ঘটনায় হায়দরাবাদ দলের ম্যানেজারের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
ম্যাচের সময় হায়দরাবাদের মিড উইকেট ফিল্ডার একটি বল ধরতে গিয়ে বাউন্ডারি রোপে পা দিয়ে ফেলেন। অনফিল্ড আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের কাছে বিষয়টি যাচাই না করেই করুণ নায়ারকে বাউন্ডারির বদলে দুই রান দেন। কর্নাটকের ইনিংস শেষ হয় ৫ উইকেটে ২০৩ রানে।
কিন্তু ওই দুটি রান যখন পরে কর্নাটকের স্কোরে যোগ হয়, তখন মাঠে উত্তাপ ছড়ায়। ওই দুই রানের ব্যবধানেই হারে হায়দরাবাদ। রান তাড়া করত নেমে তারা করে ৯ উইকেটে ২০৩ রান।
ম্যাচের শেষে আম্পায়ারদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন রায়াডু। ফলে পরের ম্যাচ শুরু করতে বিলম্ব হয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)