এক্সপ্লোর
ছেলেকে দেখতে দেশে গিয়েছেন, গেইলকে পাচ্ছে না আরসিবি

মুম্বই:বাবা হয়েছেন। সঙ্গিনী নাতাসা বেরিজ ও তাঁর কোলে আসা সদ্যোজাত পুত্রসন্তানকে দেখতে দেশে গিয়েছেন ক্রিস গেইল। ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স, ব্যাঙ্গালোরের এই তারকা ব্যাটসম্যানকে আইপিএলের আগামী কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না। কালই ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স অ্যাওয়ে ম্যাচ খেলবে মুম্বই ইন্ডিয়ানস-এর সঙ্গে। শুক্রবার পুনেতে তাদের ম্যাচ রাইসিং পুনে সুপারজায়েন্টস-এর বিরুদ্ধে। রবিবার রাজকোটে তারা মুখোমুখি হবে আরসিবি-র। কিন্তু তিন ম্যাচেই থাকছেন না গেইল। তাঁর সহ-খেলোয়াড় সরফরাজ খান আজ সাংবাদিকদের বলেন, ওর ছেলে হয়েছে। তাকে দেখতে জামাইকা গিয়েছে গেইল। কটা ম্যাচে ও খেলতে পারবে না, সেটা এখনও স্পষ্ট নয়। এদিকে মুম্বই ইন্ডিয়ানস-এর হয়ে গত ম্যাচটি খাদ্যে বিষক্রিয়ার জন্য খেলতে পারেননি আরেক ক্যারিবিয়ান কায়রন পোলার্ড। তিনি এখন সুস্থ। আগামীকালের ম্যাচে দলে ঢোকার অপেক্ষায় রয়েছেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















