এক্সপ্লোর
ম্যাচ জেতার পর অনুষ্কাকে ফোন করলেন কোহলি, ভিডিও ভাইরাল

নয়াদিল্লি: গতকাল রাতে আইপিএলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। স্বামী কোহলির দলকে উত্সাহিত করতে এসেছিলেন অনুষ্কা। ম্যাচ চলাকালে কোহলিকে উত্সাহিত করতে দেখা গেল তাঁকে। কোহলিকে ক্যাচ ধরতে দেখে প্যাভিলিয়ন থেকেই ফ্লাইং কিসও দিলেন।
এই ম্যাচ চলাকালেই একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে কোহলিকে মোবাইল ফোনে অনুষ্কার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। ভিডিও থেকেই স্পষ্ট যে, কোহলি অনুষ্কা ডাকছেন। আসলে দুজনের মাঝে একটা দেওয়াল ছিল। সেজন্য একে অপরকে দেখতে পাচ্ছিলেন না তাঁরা। সেজন্যই অনুষ্কাকে খুঁজতে কোহলিকে ফোন করতে হল। আইপিএলের এই ম্যাচে অবশেষে কোহলি অবশ্য তেমন কিছুই করতে পারেননি। কিন্তু তাঁর দল কিংস ইলেভেন পঞ্জাবকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে। দেখুন সেই ভিডিও
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















