এক্সপ্লোর
চেন্নাই সিটি এফসি-কে ১-০ হারিয়ে দিল রিয়াল কাশ্মীর, আই লিগে আশা বাড়ল ইস্টবেঙ্গলের

ছবি সৌজন্যে ট্যুইটার
শ্রীনগর: আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সিটি এফসি-কে ১-০ গোলে হারিয়ে আই লিগ জমিয়ে দিল রিয়াল কাশ্মীর। ৮১ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন আইভরির স্ট্রাইকার ক্রিজো। শ্রীনগরের প্রবল ঠান্ডায় মানিয়ে নেওয়া চেন্নাইয়ের ফুটবলারদের পক্ষে সহজ ছিল না। সেটা শেষপর্যন্ত পারেননি তাঁরা। ফলে অ্যাওয়ে ম্যাচের মতোই হোম ম্যাচেও এক গোলে জয় তুলে নিল কাশ্মীর। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তিন নম্বরে থাকল কাশ্মীর। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট পেলেও, গোলের গড়ে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে চার্চিল ব্রাদার্স। ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই আছে চেন্নাই। তবে আজকের হারে তারা চাপে পড়ে গেল। এই ম্যাচে কাশ্মীর জেতায় ইস্টবেঙ্গলের আশা বাড়ল। লাল-হলুদের এখন পয়েন্ট ১৩ ম্যাচে ২৫। লিগ টেবলে চার নম্বরে আছেন জবি জাস্টিনরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















