World University Games: অ্যাথলেটিক্সে সাফল্য ভারতের, ১০০ মিটার হার্ডলসে রেকর্ড গড়ে ব্রোঞ্জ জ্যােতির
Jyothi Yarraji Wins Bronze: এর আগে ২০২২ সালে অক্টোবরে ১০০ মিটার হার্ডলসে ১২.৮২ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন জ্যোতি। এবার নিজের সেই রেকর্ড ভেঙে দিলেন তিনি।
বেজিং: ট্র্যাকে দুরন্ত ফর্মে ভারতের জ্য়োতি ইয়ারাজি। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পর এবার বিশ্ব ইউনিভার্সিটি গেমসে পদক জিতলেন এই ভারতীয় অ্যাথলিট। টুর্নামেন্টে রেকর্ড গড়লেন জ্যোতি। ১০০ মিটার হার্ডলসে নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়ে ব্রোঞ্জ জিতে নিলেন এই তরুণী। ২৩ বছরের এই অ্যাথলিট মাত্র ১২.৭৮ সেকেন্ডে দৌড় সম্পন্ন করেন। এর আগে ২০২২ সালে অক্টোবরে ১০০ মিটার হার্ডলসে ১২.৮২ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন জ্যোতি। এবার নিজের সেই রেকর্ড ভেঙে দিলেন তিনি।
বিশ্ব ইউনিভার্সিটি গেমসে ১২.৭৬ সেকেন্ড সময় নিয়ে রুপো জিতেছেন চিনের ইয়ান্ন ইউ। সোনা জিতেছেন চেকোস্লোভাকিয়ার ভিক্টােরিয়া ফর্স্টার। তিনি সময় নিয়েছেন ১২.৭২ সেকেন্ড। উল্লেখ্য, এর আগে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্রথম সোনা এনে দিয়েছিলেন জ্যােতি। গত মাসে ব্যাঙ্ককে আয়োজিত হওয়া এই টুর্নামেন্টে ১০০ মিটার হার্ডলসে সোনা জিতেছিলেন এই তরুণী। মাত্র ১৩.০৯ সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করেছিলেন জ্যােতি। জুন মাসে ১২.৯২ সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করে জাতীয় আন্তঃ-রাজ্য চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন।
এদিকে জ্যোতির সাফল্যের পর গোটা দেশ খুশি। ট্যুইটে জ্যোতিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী নীশিথ প্রামানিক। তিনি লেখেন, ''জ্যোতি ইয়াররাজিকে অনেক অভিনন্দন। তিনি ব্যক্তিগত সেরা সময় ১২.৭৮ সেকেন্ড করে নতুন রেকর্ড গড়লেন। ৩১-তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে মহিলাদের ১০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ পেলেন জ্যোতি। এই নিয়ে পঞ্চমবার নিজেরই জাতীয় রেকর্ড উন্নত করলেন জ্যোতি। তিনি প্রমাণ করে দিলেন যে তিনি ব্যতিক্রমী ও প্রতিভাবান। ওকে আগামীর জন্য শুভেচ্ছা রইল।''
এদিকে, বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সাফল্য ভারতের মেয়েদের। প্রথমবার ভারতীয় মহিলা কম্পাউন্ড দল সোনা জিতল এই টুর্নামেন্টে। এই দলে আছেন ভারতের তিন মহিলা তিরন্দাজ। তাঁরা হলেন পরণীত কৌর, জ্যোতি সুরেখা ভেন্নাম ও অদিতি স্বামী। শীর্ষস্থান দখলের লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে টুর্নামেন্টে সোনা জিতেছেন ভারতের মেয়েরা। এদিন খেলা শুরুর পর থেকেই অসম্ভব দৃঢ়তা দেখা যায় ভারতের তিরন্দাজদের। প্রথম থেকেই মেক্সিকোর ওপর চাপ তৈরি করছিল ভারতের মেয়েরা। শেষ পর্যন্ত এই লড়াইয়ে ২৩৫-২২৯ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে শীর্ষস্থান দখল করে ভারত। ১৯৮১ সালে প্রথমবার বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে খেলতে নামবে ভারত। এরপর থেকে সোনা কোনওবার জিততে পারেনি। এই প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নের তকমা পেল ভারতীয় মহিলা তিরন্দাজি দল।