Rishabh Pant: এনসিএতে রিহ্য়াব সারছেন পুরোদমে, শার্দুল, রাহুলদের সঙ্গে পোস্ট করলেন ছবি
Rishabh Pant Update: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পন্থ একটি ভিডিও শেয়ার করেন যা আসলে দু'টি ভিন্ন সময়ে তোলা ভিডিওর সম্বন্বয়। উভয় ভিডিওতেই সিঁড়ি ভেঙে পন্থকে ওপরে উঠতে দেখা যাচ্ছে।
বেঙ্গালুরু: ধীরে ধীরে নিজেকে ম্যাচ ফিট করে তুলছেন তিনি। এই মুহূর্তে বেঙ্গালুরুতে (Bengaluru) এনসিএ-তে (NCA) রয়েছেন তরুণ এই উইকেট কিপার ব্যাটার। রিহ্যাবে ব্যস্ত থাকার মধ্যেই জাতীয় দলে তাঁর সতীর্থদের সঙ্গে ছবি পোস্ট করলেন পন্থ (Rishabh Pant)। সেই ছবিতে দেখা যাচ্ছে পন্থ ছাড়াও শার্দুল ঠাকুর, কে এল রাহুল, যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও মহম্মদ সিরাজকে (Mohammad Siraj)। ছবির ক্যাপশনে পন্থ লিখেছেন, ''এই সতীর্থদের সঙ্গে রি-ইউনিয়ন সবসময় মজাদার।''
View this post on Instagram
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে ঋষভ পন্থ একটি ভিডিও শেয়ার করেন যা আসলে দু'টি ভিন্ন সময়ে তোলা ভিডিওর সম্বন্বয়। উভয় ভিডিওতেই সিঁড়ি ভেঙে পন্থকে ওপরে উঠতে দেখা যাচ্ছে। প্রথমটিতে পন্থ বাঁ পা স্বাভাবিক ছন্দে ভাঁজ করে সিঁড়িতে ফেললেও, অস্ত্রোপচার হওয়া ডান পা ভাঁজ করতে পারছেন না তিনি। কয়েক ধাপ করে উঠছেন, আর দাঁড়িয়ে দম নিচ্ছেন। হাঁটুতে মোটা স্ট্র্যাপ জড়ানো। বোঝাই যাচ্ছে যে, সিঁড়ি দিয়ে উঠতে বেশ কষ্ট করতে হচ্ছে পন্থকে।
তবে ভিডিওর শেষ লগ্নে পন্থের হাঁটুর বর্তমান পরিস্থিতি দেখা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তরতরিয়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠছেন রুরকির উইকেটকিপার-ব্যাটার। মুখে স্বস্তির হাসি। বোঝাই যাচ্ছে যে, অনেকটাই সেরে উঠেছেন পন্থ। খবর অনুযায়ী, বিসিসিআই পন্থকে দ্রুত সেরে উঠতে দেখে উচ্ছ্বসিত। বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাই ভারতীয় ক্রিকেট বোর্ড পন্থের রিহ্যাব প্রক্রিয়ার গতি বাড়িয়ে তাঁকে দ্রুত ম্য়াচ ফিট করে তুলতে আগ্রহী।
পন্থ আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই নিজের রিহ্যাব প্রক্রিয়া সারছেন। তিনি একা নন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, শ্রেয়স আইয়াররাও রয়েছেন। তাঁরাও চোট সারিয়ে মাঠে ফেরার লক্ষ্যে রিহ্যাব চালাচ্ছেন। পন্থও রিহ্যাব চালাচ্ছেন। ভারতের তারকা কিপার ব্যাটারের চোট অনেকটা সেরেও উঠলেও, তিনি কিন্তু এখনও ম্যাচ ফিটনেসের ধারেকাছেও নেই। স্পষ্ট জানিয়ে দিয়েছে ফিজিও এস রজনীকান্ত। তবে শেষমেশ তিনি বিশ্বকাপের আগে আদৌ মাঠে ফিরতে পারেন কি না, সেটাই দেখার।
আরও পড়ুন: উইম্বলডনের আগেই ঘাসের কোর্টে খেতাব জিতলেন কার্লোস আলকারাজ