এক্সপ্লোর
কলকাতায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনালে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন স্পেনের ফুটবলাররা, দাবি ব্রিউস্টারের

কলকাতা: এবারের অনূর্ধ-১৭ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রিহান ব্রিউস্টার ফাইনালে বর্ণবিদ্বেষী আচরণের অভিযোগ আনলেন স্পেনের ফুটবলারদের বিরুদ্ধে। ইংল্যান্ডের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ফাইনাল ম্যাচ চলাকালীন স্পেনের এক ফুটবলার আমার সতীর্থ মর্গ্যান গিবস-হোয়াইটকে বাঁদর বলে। তখন গোলকিক হয়েছিল। আর আমি নিজের জায়গায় যাচ্ছিলাম। গিবস-হোয়াইটকে ডেকে বলি, তোমায় কী বলল শুনতে পেয়েছ? সে বলল, হ্যাঁ, আমি ভেবেছিলাম, আমিই শুধু শুনেছি।’ কলকাতায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে স্পেনকে ৫-২ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। কিন্তু সেই ম্যাচেই বর্ণবিদ্বেষের কালো ছায়া পড়ল। ব্রিউস্টারের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ফিফা ও উয়েফার কাছে অভিযোগ জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। ব্রিউস্টার জানিয়েছেন, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের এই ঘটনাই প্রথম নয়, এর আগে পাঁচবার তিনি নিজে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। দু’বার সতীর্থদের বর্ণবিদ্বেষী আচরণের শিকার হতে দেখেছেন। ফুটবলে বর্ণবিদ্বেষ অত্যন্ত হতাশাজনক। ব্রিউস্টারের পাশে দাঁড়িয়েছেন লিভারপুলের কোচ জুরগেন ক্লপ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















