IPL 2021: আইপিএলই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির সেরা মঞ্চ অজিদের, মানছেন পন্টিং
অস্ট্রেলিয়া তাঁদের প্রস্তুতি সারছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আগামী অক্টোবরে আমিরশাহিতে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আইপিএলের দ্বিতীয় পর্বও আয়োজিত হতে চলেছে আমিরশাহিতে।
সিডনি: সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার প্রস্তুতিতে ব্যস্ত এই মুহূর্তে ক্রিকেট খেলিয়ে দেশগুলি। ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মত অস্ট্রেলিয়াও তাঁদের প্রস্তুতি সারছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আগামী অক্টোবরে আমিরশাহিতে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আইপিএলের দ্বিতীয় পর্বও আয়োজিত হতে চলেছে আমিরশাহিতে। বিশ্বজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং মনে করেন আইপিএলে অংশ নেওয়ার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ভীষণ উপকৃত হবেন।
আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে অক্টোবরের ১৭ তারিখ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। দুটো টুর্নামেন্টই আয়োজিত হবে আমিরশাহিতে।
এক সাক্ষাৎকারে রিকি পন্টিং বলেন, 'যারা যারা বিগত ৩-৪ মাস ধরে কোনও ক্রিকেটের মধ্যে নেই, তাঁদের জন্য এই আইপিএল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলেছে। তাঁরা দীর্ঘদিন পরে উচ্চস্তরের ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে। পাশে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের পাবে অজি ক্রিকেটাররা।'
তিনি আরও বলেন, 'নিঃসন্দেহে ওই পরিবেশে সেরা প্রস্তুতি হবে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের জন্য। বিশ্বের সবচেয়ে শক্তিশালী টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে ওরা।' আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে এই মুহূর্তে কাজ করছেন রিকি পন্টিং।
গত বছর আমিরশাহিতে আয়োজন করা হয়েছিল আইপিএল। করোনা আবহেও গত আইপিএল দুবাইয়ে আয়োজন হওয়ার পর প্রশংসা কুড়িয়েছিল। এরপর থেকেই প্রশ্ন উঠছিল যে এবারও তাহলে আমিরশাহিতেই আয়োজন করা হোক আইপিএল। কিন্তু বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ভীষণভাবে চেয়েছিলেন যাতে দেশের মাটিতেই আইপিএল আয়োজন করা যায়। এরপরই বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে আমিরশাহিতেই আইপিএলের বাকি ম্যাচ আয়োজিত হবে।
দুবাই, আমিরশাহি ও শারজাতে ম্যাচগুলো আয়োজিত হবে। দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হবে আগামী ১৫ অক্টোবর। এর আগে ১০ অক্টোবর প্রথম কোয়ালিফায়ার ম্যাচও হবে দুবাইয়ে। এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১৩ অক্টোবর।