Rishabh Pant: লং অফের ওপর দিয়ে বল ওড়াচ্ছেন, পন্থের ব্যাটিংয়ের ভিডিও ভাইরাল
Indian Cricket Team: ২০২২ সালের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পন্থ। অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছিল ভারতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটারের।
বেঙ্গালুরু: বিশ্বকাপের আগে সুখবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর এই প্রথমবার প্রকাশ্যে এল ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটিংয়ের ভিডিও। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটিং করছেন পন্থ - এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
২০২২ সালের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পন্থ। অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছিল ভারতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটারের। তারপর থেকেই মাঠের বাইরে পন্থ। তাঁর হাঁটুতে একাধিক অস্ত্রোপচার হয়েছে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আপাতত রিহ্যাব চলছে পন্থের।
তবে বুধবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর আশায় বুক বাঁধছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ভিডিওতে দেখা যাচ্ছে, মাঠে ব্যাটিং করছেন পন্থ। ফ্রন্টফুটে শট খেলতেও দেখা যাচ্ছে তাঁকে। বেশ সাবলীল দেখিয়েছে তাঁকে ব্যাট হাতে। যা দেখে আপ্লুত ক্রিকেটপ্রেমীরা। পন্থ যে দ্রুত মাঠে ফিরবেন, তা নিয়ে নিশ্চিত হয়ে গিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
কিন্তু বিশ্বকাপে কি পন্থকে দেখা যাবে? এটাই আপাতত কোটি টাকার প্রশ্ন। অনেকের মতে, বিশ্বকাপের আর ২ মাসও বাকি নেই। তার মধ্যে সর্বোচ্চ পর্যায়ের ম্যাচ ফিটনেস তিনি ফিরে পাবেন কি না, তা নিয়ে এখনই সকলে নিশ্চিত নন। বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্টে টানা ম্যাচ খেলার ধকল পন্থ নিতে পারবেন কি না, তা নিয়েও অনেকে সংশয়ে।
তবে অন্য মতও রয়েছে। অনেকেই বলছেন, গত বছরের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর কেউ ভাবতেই পারেননি যে, এত দ্রুত সেরে উঠে নেটে ব্যাটিং শুরু করে দেবেন পন্থ। প্রত্যাশিত সময়ের চেয়ে অনেক আগেই সেরে উঠছেন তিনি। তাই কেউ কেউ বলছেন, পন্থকে বিশ্বকাপের দলে রাখা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এর আগে ২১ জুলাই একটি বিবৃতি দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছিল যে, এনসিএ-তে ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংও শুরু করেছেন পন্থ। তবে এই প্রথম তাঁর ব্যাটিংয়ের ভিডিও প্রকাশ্যে এল। ব্যাটিংয়ের সময় লং অফের ওপর দিয়ে একটি বল ওড়াতেও দেখা গিয়েছে পন্থকে। মাঠের চারপাশে জড়ো হওয়া জনতা যা দেখে রীতিমতো জয়ধ্বনি দিয়ে উঠেছিলেন।
Rishabh Pant's batting practice, recovery has been excellent.
— Johns. (@CricCrazyJohns) August 16, 2023
- Great news for Indian cricket. pic.twitter.com/KThpdkagDz
তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ব্যাট হাতে নজর কেড়েছিলেন ঈশান কিষাণ। পরপর তিনটি ওয়ান ডে-তে হাফসেঞ্চুরি করেছিলেন। সিরিজের সেরাও হয়েছিলেন। অন্য দিকে সুস্থ হয়ে উঠেছেন কে এল রাহুলও। তাই বিশ্বকাপের দলে হয়তো পন্থকে না-ও দেখা যেতে পারে। যদিও ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপে পন্থকে দেখার প্রার্থনা শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন: মনোবল ভেঙে গিয়েছে, এশিয়ান গেমস থেকে বাদ পড়ে SAI ও ক্রীড়ামন্ত্রকের বিরুদ্ধে বোমা ফাটালেন দীপা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন