এক্সপ্লোর
Advertisement
ঋষভ পন্থের অপরাজিত ৫৩, লো-স্কোরিং ম্যাচে রাজস্থানকে হারিয়ে দিল দিল্লি
৪ ম্যাচে দিল্লির পয়েন্ট ১৮। এক ম্যাচ কম খেলে চেন্নাই সুপার কিংসেরও পয়েন্ট ১৮। রান রেট ভাল থাকায় মহেন্দ্র সিংহ ধোনির দলই এক নম্বরে।
নয়াদিল্লি: আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসকে পাঁচ উইকেটে হারিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এল দিল্লি ক্যাপিটালস। ১৪ ম্যাচে দিল্লির পয়েন্ট ১৮। এক ম্যাচ কম খেলে চেন্নাই সুপার কিংসেরও পয়েন্ট ১৮। রান রেট ভাল থাকায় মহেন্দ্র সিংহ ধোনির দলই এক নম্বরে। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ ম্যাচে মুম্বই যদি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে না জেতে, তাহলে দিল্লি দ্বিতীয় স্থানেই থেকে যাবে। মুম্বই জিতলে হয়তো অবস্থান বদল হতে পারে। ১৪ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রাজস্থান। অজিঙ্কা রাহানেদের প্লে-অফে যাওয়ার আশা শেষ হয়ে গেল।
এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১১৫ রান করে রাজস্থান। শুরু থেকেই একের পর এক উইকেট পড়তে থাকে। মাত্র তিনজন ব্যাটসম্যান দু’অঙ্কের রান করেন। সর্বোচ্চ ৫০ রান করেন রিয়ান পরাগ। দিল্লির হয়ে ইশান্ত শর্মা ও অমিত মিশ্র তিনটি করে উইকেট নেন। ট্রেন্ট বোল্ট দু’টি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে পরপর উইকেট হারিয়ে দিল্লিও চাপে পড়ে গিয়েছিল। তবে চার নম্বরে ব্যাট করতে নামা পন্থ ৩৮ বলে ৫৩ রান করে অপরাজিত থেকে দলকে জেতান। রাজস্থানের হয়ে ইশ সোধি তিনটি এবং শ্রেয়স গোপাল দু’টি উইকেট নেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement