এক্সপ্লোর
রিও অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন রজার ফেডেরার

নয়াদিল্লি: টেনিস প্রেমীদের জন্য দুঃসংবাদ। হাঁটুর চোটের জন্য আসন্ন রিও অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন রজার ফেডেরার। তিনি এ বছরের বাকি সময়টাতেই আর খেলতে পারবেন না। ফেসবুকে এই খবর জানিয়েছেন স্বয়ং ফেডেরার। তিনি লিখেছেন, ‘আমি সুইৎজারল্যান্ডের হয়ে রিও অলিম্পিকে খেলতে পারব না। এ বছরই আমি আর খেলতে পারব না। আমি অত্যন্ত হতাশ। চিকিৎসক এবং দলের সঙ্গে আলোচনা করেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এ বছরের শুরুতে হাঁটুতে চোট পেয়েছিলাম। সেই চোট সারানোর জন্যই আরও চিকিৎসা দরকার। না হলে আরও কয়েক বছর খেলা সম্ভব হবে না।’ ৩৪ বছর বয়সি ফেডেরার ১৭টি গ্র্যান্ডস্ল্যাম জিতলেও, অলিম্পিকে সিঙ্গলসে সোনা জিততে পারেননি। ২০০৮ বেজিং অলিম্পিকে ডাবলসে সোনা জিতলেও, ২০১২ লন্ডন অলিম্পিকে সিঙ্গলস ফাইনালে গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারের কাছে হেরে যান ফেডেরার। রিও গেমস থেকে সরে দাঁড়ানোয় এই কিংবদন্তির কাছে অলিম্পিক সোনা অধরা থেকে যাবে বলেই মনে হচ্ছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















