এক্সপ্লোর
Advertisement
Rohit Sharma Career Stats : অস্ট্রেলিয়া সফরে দলে নেই, তারপরেও সবার উপরে রোহিত
Rohit Sharma's ODI record: এ বছর ভারতের হয়ে খুব কম ম্যাচই খেলেছেন রোহিত।
নয়াদিল্লি: একদিনের আন্তর্জাতিকে গত এক দশকে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। বিরাট কোহলির ছায়ায় মোটেই আড়াল হয়ে যাননি এই ডানহাতি ব্যাটসম্যান। বরং তিনি আলাদা করে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। সীমিত ওভারে ভারতের অধিনায়ক ও সহ-অধিনায়কের মধ্যে ব্যাটসম্যান হিসেবে কে এগিয়ে, সেটা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত রয়েছে। ক্রিকেটপ্রেমীরাও দ্বিধাবিভক্ত। একদিনের আন্তর্জাতিকে তিনটি অর্ধশতরান করে বিরাটকে পিছনে ফেলে দিয়েছেন রোহিত। একইসঙ্গে তাঁর আরও একটি রেকর্ড রয়েছে। টানা আট বছর একদিনের আন্তর্জাতিকে ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর রোহিতেরই।
এ বছর ভারতের হয়ে খুব কম ম্যাচই খেলেছেন রোহিত। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল খেলা। চোটের জন্য অস্ট্রেলিয়া সফরে একদিনের সিরিজে খেলেননি তিনি। কিন্তু তা সত্ত্বেও এ বছরও একদিনের আন্তর্জাতিকে ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর তাঁরই। ১৯ জানুয়ারি বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৯ রান করেছিলেন রোহিত। সেটাই এ বছর সর্বোচ্চ। আগামী বছরের আগে ভারতীয় দল আর একদিনের ম্যাচ খেলবে না। ফলে এই রেকর্ড রোহিতের দখলেই থাকল। চলতি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৯২ রান হার্দিক পাণ্ড্যর।
২০১৩ সালে একদিনের আন্তর্জাতিকে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২০৯ রান করেন রোহিত। পরের বছরও ফের একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরান করেন তিনি। এবার তাঁর স্কোর ২৬৪। ২০১৫ সালে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ১৫০। ২০১৬ সালে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৭১। ২০১৭ সালে ফের একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরান করেন রোহিত। এবার তাঁর স্কোর ছিল অপরাজিত ২০৮। ২০১৮ সালে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ১৫২। গত বছর তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ১৫৯।
এবারের আইপিএল-এর শেষদিকে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। তবে তিনি প্লে-অফ ও ফাইনালে খেলেন। তবে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাননি তিনি। তাঁর চোট ও দলের সঙ্গে না যাওয়া নিয়ে স্বচ্ছতার অভাব ছিল বলে প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ করেন বিরাট।
ভারতীয় দলের প্রাক্তন তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণও রোহিতের চোট এবং অস্ট্রেলিয়ায় না যাওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, ‘আমি মনে করি, রোহিতকে অবশ্যই দলে রাখা উচিত ছিল। এ বিষয়ে যোগাযোগের অভাব হতাশাজনক। বর্তমানে এত হোয়াটস অ্যাপ গ্রুপ আছে, গ্রুপ মেল সবার কাছে যায়, তারপরেও রোহিতের বিষয়ে কারও কাছে খবর না থাকা বিস্ময়কর।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement