Rohit Sharma: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেই রাগে অগ্নিশর্মা রোহিত, কাদের উদ্দেশে কড়া বার্তা?
India vs England: আইপিএল (IPL) বা সীমিত ওভারের ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার জন্য টেস্ট ক্রিকেটকে এড়িয়ে যাচ্ছেন অনেককে, ভারতের তরুণ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে এরকম অভিযোগ ভুরি ভুরি।
রাঁচি: এক ম্যাচ বাকি থাকতে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পরই অগ্নিশর্মা রোহিত (Rohit Sharma)। কেন?
আইপিএল (IPL) বা সীমিত ওভারের ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার জন্য টেস্ট ক্রিকেটকে এড়িয়ে যাচ্ছেন অনেককে, ভারতের তরুণ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে এরকম অভিযোগ ভুরি ভুরি। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) থেকে শুরু করে ঈশান কিষাণ (Ishan Kishan), দীপক চাহার - ঘরোয়া ক্রিকেটে, বিশেষত রঞ্জি ট্রফিতে খেলছেন না শুধু আইপিএলের জন্য ফিট থাকবেন বলে, এরকম অভিযোগও উঠছে। রাঁচিতে রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের পর নাম না করে সেই সমস্ত ক্রিকেটারদের উদ্দেশে তোপ দাগলেন রোহিত।
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের ৫ উইকেটে জয়ের পর রোহিত সাংবাদিক বৈঠকে বলেন, 'দেখুন, কাদের টেস্ট ম্যাচ খেলার খিদে নেই দেখেই বোঝা যায়। তাদের খেলিয়ে কী লাভ?'
Rohit Sharma in youngsters hunger for Test cricket:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 26, 2024
"Dekho, jinko Test Cricket ki bhook nahi hain, wo dekh ke hi pata chal jata hain. Un sabko khilane ka kya faida phir? (See, the one who doesn't have hunger to play Tests can be seen, what's the meaning of playing them)". pic.twitter.com/ijSeja90Nh
রোহিতের মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। বলা হচ্ছে, শ্রেয়স-ঈশানদের মতো ক্রিকেটারদের উদ্দেশে কড়া বার্তা দিলেন হিটম্যান। যিনি নিজে টেস্ট দলে প্রতিষ্ঠা পেতে অনেক লড়াই করেছেন। ভারতের টেস্ট দলে নিয়মিত ছিলেন না রোহিত। ২০১৩ সালে নিজের প্রথম দুই টেস্ট ইনিংসে মিডল অর্ডারে ব্যাট করে সেঞ্চুরি করেছিলেন রোহিত। তবে ভাল শুরু করেও উইকেট ছুড়ে দিয়ে এসেছেন, এই অভিযোগে তাঁকে বাদও পড়তে হয়েছিল প্রথম একাদশ থেকে। পরে তিনি নিজের জায়গা পাকা করতেই ইনিংস ওপেন করতে শুরু করেন। সফলও হন। তারপর থেকে সীমিত ওভারের ক্রিকেটের মতো টেস্টেও ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠেন রোহিত।
আরও পড়ুন: ভারতের জয় দেখে নীরবতা ভাঙলেন কোহলি, ছেলের জন্মের খবর দেওয়ার পর প্রথম পোস্ট সোশ্যাল মিডিয়ায়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে