Rohit Sharma : হিটম্যানের অনন্য নজির, টেস্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা
India vs West Indies : ওয়ান ডে ক্রিকেটের মেজাজে ৪৪ বলে ৫ টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে ৫৭ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। আর যে ইনিংসের পথে হিটম্যানের ঝুলিতে যোগ হয়েছে অনন্য বিশ্বরেকর্ডের নজির।
![Rohit Sharma : হিটম্যানের অনন্য নজির, টেস্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা Rohit Sharma New World Record First Batter Ever To Achieve This Fascinating Feat know in details Rohit Sharma : হিটম্যানের অনন্য নজির, টেস্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/24/3f81ffd8db9e33c603ffd62f2c285be5169017323519252_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পোর্ট অফ স্পেন : টানা খারাপ ছন্দ কাটিয়ে ফের ছন্দে ফিরেছেন রোহিত শর্মা (Rohit Sharma World Record)। ওয়েস্ট ইন্ডিজে বিরুদ্ধে টেস্ট সিরিজে ফের চেনা মেজাজে কথা বলতে শুরু করেছে হিটম্যানের ব্যাট। আর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অর্ধশতরান হাঁকানোর পাশাপাশি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন ভারতীয় টেস্ট অধিনায়ক (Indian Test Captain)। টেস্ট ক্রিকেটে যে অনন্য কীর্তি অন্য কোনও ব্যাটারের নেই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টানা ৩০ ইনিংসে দুই অঙ্কের রানে পৌঁছনোর নজির গড়েছেন রোহিত শর্মা।
শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়বর্ধনের (Mahela Jayawardhane) ঝুলিতে রয়েছে টেস্ট ক্রিকেটে টানা ২৯ ইনিংসে দুই অঙ্কের স্কোরে পৌঁছনোর নজির। এতদিন পর্যন্ত টেস্ট ইতিহাসে কোনও ব্যাটারের ধারাবাহিকতার নজিরের ভিত্তিতে যা ছিল রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে যা ভেঙে দিয়ে নতুন বিশ্বরেকর্ড নিজের নামে করেছেন রোহিত। ক্যারিবিয়ান বোলিংয়ে কার্যত তুলোধোনা করে ওয়ান ডে ক্রিকেটের মেজাজে ৪৪ বলে ৫ টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে ৫৭ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। আর যে ইনিংসের পথে হিটম্যানের ঝুলিতে যোগ হয়েছে অনন্য বিশ্বরেকর্ডের নজির।
ওয়েস্ট ইন্ডিজকে ২৫৫ রানে অল আউট করে দেওয়ার পর ভারতীয় দলের ওপেনাররা ছয়ের অধিক রান প্রতি ওভার গড়ে রান তুলতে থাকেন। দুই ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ৯৮ রান যোগ করেন। মাত্র ৩৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে তাঁর ইনিংস থামান শ্যানন গ্যাব্রিয়েল। ৪৪ বলে ৫৭ রানে আউট হন রোহিত। নাগাড়ে তৃতীয় ম্যাচে শতরানের পার্টনারশিপ গড়ার সুযোগ হাতছাড়া করলেন ভারতীয় ওপেনাররা। রোহিত আউট হওয়ার পরপরই যশস্বী জয়সওয়ালও ৩৮ রানে আউট হন। ঈশান কিষাণের (৩৪ বলে ৫২ অপরাজিত) পরই ২ উইকেটে ১৮১ রানে ডিক্লেয়ার ঘোষণা করে দেয় ভারত। প্রথম ইনিংসে বিরাট কোহলির (১২১) শতরানে ভর করে ৪৩৮ রান তুলেছিল ভারত। এদিকে, চতুর্থ ইনিংসে ৭৬ রান তুলতে গিয়ে ২ উইকেট খুইয়ে ফেলেছেন ক্যারিবিয়ানরা। এখনও জিততে ২৮৯ রান লাগবে ওয়েস্ট ইন্ডিজের। আর টানা দ্বিতীয় টেস্ট জিততে ভারতের প্রয়োজন ৮ উইকেট।
আরও পড়ুন- পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ কী ? আজ রায় দেবে আদালত
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)