Rohit Sharma Record: আজ জিতলেই অধিনায়ক হিসেবে বিশ্বরেকর্ড গড়বেন, পন্টিংকে ছোঁয়ার হাতছানি রোহিতের
IND vs ENG: এবার সেই রেকর্ড ছোঁয়ার হাতছানি হিটম্যানের সামনে। আজ ম্য়াচ জিতলে ব্যক্তিহত নজিরের সঙ্গে সঙ্গেই ইংল্য়ান্ডকেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করবে ভারতীয় দল।
ট্রেন্টব্রিজ: ভারতের অধিনায়ক হওয়ার পর থেকে রোহিত শর্মার (Rohit Sharma) সুখের সময় চলছে। একের পর এক ম্যাচ জিতেছেন। টি-টোয়েন্টি (T20 Series) সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর টানা ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের নজির গড়েছিলেন অধিনায়ক হিসেবে। গতকাল বার্মিংহ্যামে দ্বিতীয় ম্যাচ জিতে সব ধরনের ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে ১৯টি ম্যাচ জয়ের নজির গড়েছেন। সামনে শুধু রয়েছেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক রিকি পন্টিং। তিনি টানা ২০টি ম্যাচে জিতেছিলেন। এবার সেই রেকর্ড ছোঁয়ার হাতছানি হিটম্যানের সামনে। আজ ম্য়াচ জিতলে ব্যক্তিহত নজিরের সঙ্গে সঙ্গেই ইংল্য়ান্ডকেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করবে ভারতীয় দল।
টি-টোয়েন্টিতে টানা ১৪ ম্যাচ জয়
এজবাস্টনে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। সিরিজ জয় আগেই হয়ে গিয়েছে। আজকের নিয়মরক্ষার ম্যাচেও যদি টিম ইন্ডিয়া জয় ছিনিয়ে আনতে পারে, তবে অধিনায়ক হিসেবে টানা ৬টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার নজির গড়বেন ক্যাপ্টেন রোহিত।
১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় ভারতের
মাত্র দিন চারেক আগের ঘটনা। এজবাস্টনে টেস্ট ম্যাচে হেরে মাথা নীচু করে মাঠ ছেড়েছিলেন যশপ্রীত বুমরা-বিরাট কোহলিরা (Virat Kohli)। শনিবার সেই এজবাস্টনেই হাসি ফিরল ভারতীয় শিবিরে (Team India)। ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের (Ind vs Eng) দ্বিতীয় ম্যাচেও হারাল ভারত। ৪১ রানে রোহিত শর্মারা ম্যাচ জিততেই টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। ১ ম্যাচ বাকি থাকতেই।
বল হাতে ভারতের জয়ের নায়ক ভুবনেশ্বর কুমার। কেন তিনি ভারতের টি-টোয়েন্টি দলে কার্যত অপরিহার্য, তা এদিন ফের প্রমাণ করলেন ভুবি। ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট। যার মধ্যে রয়েছে একটি মেডেন ওভারও। তাঁর শিকারের তালিকায় জেসন রয়, জস বাটলার ও রিচার্ড গ্লিসন। ইংরেজ ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন ভুবনেশ্বরই। স্বাভাবিকভাবেই তাঁকে ছাড়া আর কাউকে ম্যাচের সেরা বাছা সম্ভব ছিল না।
আরও পড়ুন: দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচের সেরা, বল হাতে রেকর্ডবুকেও নাম তুললেন ভুবনেশ্বর