এক্সপ্লোর
Advertisement
সচিনের সঙ্গে নিজের সেরা পাঁচ মুহুর্ত জানালেন রোহিত শর্মা
ভারতের সীমিত ওভারের ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মাও সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে ক্রিকেট আইকনের সঙ্গে টিম ইন্ডিয়া ও আইপিএলে একসঙ্গে খেলার সময় তাঁর সেরা পাঁচ মুহূর্তের কথাও জানিয়েছেন রোহিত।
মুম্বই:আজ মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ৪৭ তম জন্মদিন। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার। ভারতের সীমিত ওভারের ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মাও সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে ক্রিকেট আইকনের সঙ্গে টিম ইন্ডিয়া ও আইপিএলে একসঙ্গে খেলার সময় তাঁর সেরা পাঁচ মুহূর্তের কথাও জানিয়েছেন রোহিত।
ইনস্টাগ্রামে সচিনের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে রোহিত লিখেছেন, ‘এই মহান ক্রিকেটারকে জন্মদিনের শুভেচ্ছা। দিনটা খুব ভালো কাটবে বলে আশা করছি’।
সচিনের সঙ্গে তাঁর সেরা পাঁচ মুহূর্তের কথা জানিয়ে রোহিত লিখেছেন: ‘সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ফাইনালে (২০০৮-র সিবি সিরিজ) ম্যাচ উইনিং পার্টনারশিপ।‘
‘ইডেন গার্ডেনে টেস্ট ক্যাপ পাওয়া।‘
‘মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ জয়।‘
‘তাঁর টেস্ট কেরিয়ারের শেষ লগ্নে মাঠে থাকা (১৯৯ ও ২০০ তম টেস্ট)।‘
‘আর তাঁর একশতম সেঞ্চুরির দিন মাঠে থাকা।'
মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৯-এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিনের। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। দিনে দিনে ক্রিকেটের মহীরুহ হয়ে ওঠেন তিনি। তরুণ অবস্থাতেই একাধিক সাফল্য পান তিনি। একের পর এক রেকর্ড ভেঙেছে তাঁর ব্যাট। কেরিয়ারের শুরুতেই ‘বিশ্বের সেরা ব্যাটসম্যানের’ অভিধা পেয়ে যান সচিন।
ভারতের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন তিনি। শেষপর্যন্ত ২০১১-তে প্রথমবার কাপ জয়ের স্বাদ উপভোগ করেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement