এক্সপ্লোর
ম্যাচ জেতানো সেঞ্চুরি স্ত্রীকে ভ্যালেন্টাইন্স ডে-র উপহার রোহিতের
নয়াদিল্লি:দক্ষিণ আফ্রিকা সিরিজে রানের খরা কাটল রোহিত শর্মার। গতকাল সেন্ট জর্জেস পার্কে একদিনের সিরিজের পঞ্চম ম্যাচে ভারতের হিট ম্যান দুরন্ত সেঞ্চুরি করেছেন। তিনবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে এটাই রোহিতের সবচেয়ে বেশি রানের ইনিংস। আর এই ইনিংসের দৌলতে ভারত ৭ উইকেটে ২৭৪ রান করে। শেষপর্যন্ত ভারত ৭৩ রানে জিতে ৪-১ সিরিজ পকেটে পুরে নিয়েছে।
ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রোহিত। ম্যাচের সেরার পুরস্কার মুম্বইয়ের ব্যাটসম্যান তাঁর স্ত্রী রিতিকা সাজদেহকে ভ্যালেন্টাইন দিবসের উপহার হিসেবে দিয়েছেন।
ইন্সটাগ্রামে রোহিত ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি হাতে নিজের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, রিটস'।
গত বছর রোহিত একদিনের ক্রিকেটে তাঁর তৃতীয় ডাবল সেঞ্চুরি তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষ্যে স্ত্রী রিতিকাকে উত্সর্গ করেছিলেন।
গতকাল কেরিয়ারের ১৭ তম সেঞ্চুরি করেছেন রোহিত। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ও একদিনের ম্যাচ মিলিয়ে গত ১৯ ইনিংসে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৪৭। ১৩.১১ গড়ে তাঁর মোট রান ছিল ২৪৯।
ম্যাচের শেষে রোহিত বলেছেন, বড় রান না করলেও তাঁর আত্মবিশ্বাসে খামতি ছিল না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ফুটবল
ফুটবল
Advertisement