‘কোয়ারান-টিম!’ ইংল্যান্ড সিরিজের আগে স্ত্রীর সঙ্গে একান্তে কাটানোর ছবি শেয়ার রোহিত শর্মার
২০১৫ সালে ঋতিকার সঙ্গে বিয়ে হয় রোহিতের। ইংল্যান্ড সিরিজ শুরু করার আগে খুশির মেজাজে সময় কাটাচ্ছেন রোহিত। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের সঙ্গে সম্মুখ সমরে নামতে চলেছে ভারত।
চেন্নাই: স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করলেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, চেন্নাইয়ে কোনও একটি বাড়ির বারান্দায় রোহিত শর্মা এবং তাঁর স্ত্রীর ওই ছবি তোলা হয়েছে। রোহিতের পাশেই বসে আছেন ঋতিকা। ওই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে বৃহস্পতিবার রোহিত লিখেছেন ‘কোয়ারান-টিম’।
২০১৫ সালে ঋতিকার সঙ্গে বিয়ে হয় রোহিতের। ইংল্যান্ড সিরিজ শুরু করার আগে খুশির মেজাজে সময় কাটাচ্ছেন রোহিত। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের সঙ্গে সম্মুখ সমরে নামতে চলেছে ভারত। শ্রীলঙ্কায় সফর শেষে বুধবারই চেন্নাইয়ে এসে পৌঁছেছে ইংল্যান্ড। শুরু হতে চলেছে সিরিজ। সিরিজে ৪টি টেস্ট ম্যাচের পাশাপাশি থাকছে ৫টি টি-টোয়েন্টি এবং ৩টি ওডিআই ম্যাচ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে ভারতীয় লড়াকু ইনিংস প্রশংসা কুড়িয়েছে গোটা বিশ্বের। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডদের বলে শরীরে ১৪টি আঘাত সহ্য করেও লড়াই চালিয়ে গিয়েছেন পুজারা। ম্যাচ শেষে পুজারাকে সত্যিকারের যোদ্ধা তকমা দিয়েছেন কোচ রবি শাস্ত্রী। শুধু উইকেট নেওয়াই নয়, সিডনি টেস্টে পিঠে অসম্ভব ব্য়থা নিয়েও ঘণ্টার পর ঘণ্টা ব্যাট করে ম্যাচ বাঁচিয়েছিলেন অশ্বিন। রোহিত শর্মাও এই সিরিজের একটা অংশ। যদিও সিরিজের টি-টোয়েন্টি এবং ওডি সিরিজে অংশ নেননি তিনি। শেষ দুটি ম্যাচে ময়দানে নেমেছেন তিনি। দুটি ম্যাচে ১২৯ রান করেন রোহিত শর্মা। আশা করা যায়, ইংল্যান্ডের বিরুদ্ধে স্বমহিমায় থাকবেন ওপেনার।
ইশান্ত শর্মা, হার্দিক পাণ্ডে এবং বিরাট কোহলি দলে যোগ দেবেন। সহ অধিনায়কের ভূমিকা পালন করবেন অজিঙ্কা রাহানে। রাহানের স্ত্রী একটি ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যায় ব্যাটসম্যান চেন্নাইয়ে কোয়ারান্টিনে থাকাকালীন মেয়ের সঙ্গে খেলছেন।