Ross Taylor: বর্ণবিদ্বেষের শিকার! আত্মজীবনীতে চাঞ্চল্যকর অভিযোগ নিউজিল্যান্ডের প্রাক্তন তারকার
New Zealand Cricket: চাঞ্চল্যকর অভিযোগ করলেন রস টেলর (Ross Taylor)। যিনি মাস কয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সদ্য প্রকাশিত হয়েছে টেলরের আত্মজীবনী।
অকল্যান্ড: যে দেশের ক্রিকেট দলের পরিচিতি 'ব্ল্যাক ক্যাপস' নামে, সেই নিউজিল্যান্ডের ক্রিকেটে শ্বেতাঙ্গদের দাপট! যেখানে বর্ণবিদ্বেষের শিকারও হতে হয় ক্রিকেটারদের!
এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন রস টেলর (Ross Taylor)। যিনি মাস কয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সদ্য প্রকাশিত হয়েছে টেলরের আত্মজীবনী। যে বইয়ের নাম 'রস টেলর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট'। সেখানেই টেলর জানিয়েছেন যে, নিউজিল্যান্ডে ক্রিকেটে শ্বেতাঙ্গদের দাপট। এবং তিনি বরাবরই সেই দলে অন্যরকম অনুভূতি নিয়ে থেকেছেন।
টেলরের মা সামোয়া উপজাতির বংশোদ্ভূত। যে কারণে শ্বেতাঙ্গ নন টেলরও। আত্মজীবনীতে তিনি লিখেছেন, 'নিউজিল্যান্ডে ক্রিকেট হচ্ছে শ্বেতাঙ্গদের খেলা। কেরিয়ারের বেশিরভাগ সময়ই আমি ভ্যানিলা (গায়ের রং বোঝাতে ব্যবহার করেছেন) দলের মধ্যে বাদামি মুখ হয়ে থেকেছি'। নিউজিল্যান্ডের প্রথম সারির এক সংবাদপত্রে টেলরের আত্মজীবনীর সারাংশ প্রকাশিত হয়েছে। সেখানে টেলর লিখেছেন, 'নিউজিল্যান্ডের ক্রিকেটে কৃষ্ণাঙ্গদের উপস্থিতি কার্যত নেই। অনেকে তো মনে করেন যে আমি মাউরি উপজাতি বা ভারতীয় বংশোদ্ভূত'।
It’s been an amazing time reflecting on my journey. I can’t wait to share my story, ‘Black & White’ coming to New Zealand bookstores on August 11th. pic.twitter.com/JrfLZzX2td
— Ross Taylor (@RossLTaylor) July 14, 2022
টেলর এ-ও লিখেছেন, 'অনেক সময় ড্রেসিংরুমের খুনসুটিও মাপকাঠি হয়। আমাকে এক সতীর্থ বলত, রস, তুমি অর্ধেক ভাল মানুষ। কিন্তু কোন অর্ধটা ভাল? যাক তুমি বুঝবে না আমি কী বলতে চাইছি'। টেলরের সংযোজন, 'আমি কিন্তু বুঝতাম ও কী বোঝাতে চাইছে। নিউজিল্যান্ডের যে কোনও শ্বেতাঙ্গ ক্রিকেটার ভাববে, আরে এটা নিছকই মজা। কিন্তু তাকে উদ্দেশ্য করে তো আর এসব বলা হতো না'। যদিও সেই সতীর্থের নাম প্রকাশ করেননি রস।
View this post on Instagram
টেলরের অভিযোগে আপাতত চাঞ্চল্য ছড়িয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট মহলে।
আরও পড়ুন: কমনওয়েলথ ফেন্সিংয়ে সোনা, ভবানী দেবীর হাত ধরে ফের গর্বের মুহূর্ত