Roy Krishna: এটিকে মোহনবাগান ছেড়ে বন্ধু প্রবীরের বেঙ্গালুরুতেই সই করছেন রয় কৃষ্ণ?
ISL: আইএসএলে কিন্তু ইতিমধ্যেই নিজের ছাপ ছাড়তে সক্ষম হয়েছেন ফিজিয়ান স্ট্রাইকার। ৬০ ম্যাচ খেলে আইএসএলে কৃষ্ণ ৩৬টি গোল করার পাশাপাশি ১৮টি গোলে সহায়তাও করেন।
![Roy Krishna: এটিকে মোহনবাগান ছেড়ে বন্ধু প্রবীরের বেঙ্গালুরুতেই সই করছেন রয় কৃষ্ণ? Roy Krishna set to join Bengaluru FC after leaving ATK Mohun Bagan Roy Krishna: এটিকে মোহনবাগান ছেড়ে বন্ধু প্রবীরের বেঙ্গালুরুতেই সই করছেন রয় কৃষ্ণ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/16/5cc49366a0e1aab092b3bfb1189fc2381657971857_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: প্রথমে এটিকে এফসি এবং সংযুক্তিকরণের পর এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) জার্সিতে তিন বছর জমিয়ে খেলেছেন রয় কৃষ্ণ (Roy Krishna)। তবে গত মরসুম শেষেই তাঁকে ছেড়ে দিয়েছে সবুজ-মেরুন। কিন্তু এটিকে মোহনবাগান ছাড়লেও, আইএসএলে থাকছেন ফিজিয়ান স্ট্রাইকার। একাধিক রিপোর্ট অনুযায়ী, কৃষ্ণর সম্ভাব্য পরবর্তী গন্তব্য বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)।
সবুজ-মেরুন ছাড়ার পর নর্থইস্ট ইউনাইটেড, কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরুর এফসি, তিন দলই কৃষ্ণকে নিতে আগ্রহী ছিল। তবে শুরু থেকেই বেঙ্গালুরু তাকে দলে নিতে সবচেয়ে বেশি আগ্রহ দেখায়। এমনকী কৃষ্ণর সমস্ত দাবিদাওয়াও মেনে বেঙ্গালুরু মেনে নিয়েছে বলেই শোনা যাচ্ছে। তাই শেষমেশ সুনীল ছেত্রীদের দলের সঙ্গেই চুক্তিবদ্ধ হতে চলেছেন ৩৪ বছর বয়সী তারকা ফুটবলার। যদিও এখনও সরকারিভাবে বেঙ্গালুরুর তরফে কিছুই ঘোষণা করা হয়নি।
২০১৯ সালে এটিকেতে যোগ দেন কৃষ্ণ
কৃষ্ণ ২০১৯ সালে ওয়েলিংটন ফিনিক্স থেকে এটিকে এফসিতে যোগ দেন। সেই মরসুমেই দুরন্ত ফুটবল খেলে দলকে চ্যাম্পিয়নও করান। এর পরের বছরেও এটিকে মোহনবাগানকে ফাইনালে নিয়ে যেতে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। কিন্তু গত মরসুমেই তৈরি হয় সমস্যা। চোট, করোনার জেরে আইএসএলে অনেক ম্য়াচই খেলা হয়নি কৃষ্ণর। এরপর থেকেই তার ভবিষ্যৎ ঘিরে জল্পনা শুরু হয়। সেইমতোই সবুজ-মেরুন দল ছাড়েন কৃষ্ণ।
ক্লাব ছাড়ার পর তার দাবি ছিল তিনি নিজে থেকে এটিকে মোহনবাগান ছাড়তে চাননি. বরং কোচের খেলার ধরনের সঙ্গে তার খেলার ধরন না মেলার ফলেই এটিকে মোহনবাগান তাঁকে আর দলে রাখার উৎসাহ দেখায়নি। আইএসএলে কিন্তু ইতিমধ্যেই নিজের ছাপ ছাড়তে সক্ষম হয়েছেন ফিজিয়ান। ৬০ ম্যাচ খেলে আইএসএলে কৃষ্ণ ৩৬টি গোল করার পাশাপাশি ১৮টি অ্যাসিস্টও প্রদান করেন। এবার বেঙ্গালুরুর জার্সিতে ফুল ফোটাবেন তিনি।
বন্ধু প্রবীরও সই করেছেন বেঙ্গালুরুর হয়ে
ইতিমধ্যেই কৃষ্ণর ভাল বন্ধু প্রবীর দাসকে আসন্ন মরসুমের আগে সই করিয়েছে বেঙ্গালুরু। আরেক সবুজ-মেরুন প্রাক্তনী হাভি হার্নান্ডেজও তাদেরই দলের হয়ে খেলবেন। এবার কৃষ্ণকে সই করালে বেঙ্গালুরুর দলটি বেশ মজবুত হয়ে যাবে। গত দুই মরসুমে নক আউটে কোয়ালিফাই করতে না পারার পর, এ মরসুমে বেঙ্গালুরুর পরিকল্পনাটা কিন্তু কৃষ্ণকে সই করালেই স্পষ্ট হয়ে যাবে। ভারতে প্রমাণিত এমন তারকাদের নিয়েই দল গড়ে সাফল্য পাওয়ার লক্ষ্যে বেঙ্গালুরু। সরকারিভাবে বেঙ্গালুরু কবে কৃষ্ণর সঙ্গে চুক্তি করার বিষয়টি ঘোষণা করে, এখন সেটাই দেখার।
আরও পড়ুন: মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, ডেনমার্কের সেই এরিকসেন খেলবেন ম্যান ইউয়ে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)