IPL Final Score, RR vs KXIP: তেওয়াটিয়ার অর্ধশতরান, দুর্দান্ত জয় রাজস্থানের
আজকের ম্যাচ হচ্ছে শারজায়।

Background
শারজা: এবারের আইপিএল-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস। অধিনায়ক স্টিভ স্মিথ জানিয়েছেন, এই ম্যাচে তাঁর দলে দু’টি পরিবর্তন হয়েছে। বাদ পড়েছেন যশস্বী জয়সোয়াল ও ডেভিড মিলার। তাঁদের জায়গায় খেলার সুযোগ পেলেন জোশ বাটলার ও অঙ্কিত রাজপুত।
রাজস্থান রয়্যালস দল- জোশ বাটলার, স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, রবিন উথাপ্পা, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পরাগ, টম কারান, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাট ও অঙ্কিত রাজপুত।
কিংস ইলেভেন পঞ্জাব দল- ময়ঙ্ক অগ্রবাল, কে এল রাহুল (অধিনায়ক), নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, করুণ নায়ার, সরফরাজ খান, জেমস নিশম, মুরুগান অশ্বিন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি ও শেল্ডন কট্রেল।






















