এক্সপ্লোর
Advertisement
IPL Final Score, RR vs KXIP: তেওয়াটিয়ার অর্ধশতরান, দুর্দান্ত জয় রাজস্থানের
আজকের ম্যাচ হচ্ছে শারজায়।
LIVE
Background
শারজা: এবারের আইপিএল-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস। অধিনায়ক স্টিভ স্মিথ জানিয়েছেন, এই ম্যাচে তাঁর দলে দু’টি পরিবর্তন হয়েছে। বাদ পড়েছেন যশস্বী জয়সোয়াল ও ডেভিড মিলার। তাঁদের জায়গায় খেলার সুযোগ পেলেন জোশ বাটলার ও অঙ্কিত রাজপুত।
রাজস্থান রয়্যালস দল- জোশ বাটলার, স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, রবিন উথাপ্পা, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পরাগ, টম কারান, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাট ও অঙ্কিত রাজপুত।
কিংস ইলেভেন পঞ্জাব দল- ময়ঙ্ক অগ্রবাল, কে এল রাহুল (অধিনায়ক), নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, করুণ নায়ার, সরফরাজ খান, জেমস নিশম, মুরুগান অশ্বিন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি ও শেল্ডন কট্রেল।
23:24 PM (IST) • 27 Sep 2020
টি-২০ ম্যাচে দু’দল মিলিয়ে প্রায় সাড়ে চারশো রান! সচরাচর এরকম স্কোর দেখা যায় না। আজ রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পঞ্জাবের ম্যাচে সেটাই দেখা গেল। প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ২২৩ রান করে পঞ্জাব। ময়ঙ্ক অগ্রবাল ১০৬ ও কে এল রাহুল ৬৯ রান করেন। তিন বল বাকি থাকতেই সেই রান টপকে গেল রাজস্থান। অধিনায়ক স্টিভ স্মিথ ৫০, তিন নম্বরে নামা সঞ্জু স্যামসন ৮৫ ও চার নম্বরে নামা রাহুল তেওয়াটিয়া ৫৩ রান করেন। জোফ্রা আর্চার ৩ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন।
23:15 PM (IST) • 27 Sep 2020
টার্গেট ছিল ২০ ওভারে ২২৪ রান। সেই বিশাল টার্গেট তাড়া করেই ৪ উইকেটে জয় তুলে নিল রাজস্থান রয়্যালস। জয়ের নায়ক সঞ্জু স্যামসন। ৪২ বলে ৮৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। পাশাপাশি ভাল খেলেন অধিনায়ক স্টিভ স্মিথ (৫০), রাহুল তেওয়াটিয়া (৫৩)।
23:05 PM (IST) • 27 Sep 2020
রবিন উথাপ্পাকে ফেরালেন শামি। ৯ রান করলেন উথাপ্পা। ২০৩ রানে ৪ উইকেট হারাল রাজস্থান।
23:03 PM (IST) • 27 Sep 2020
১৮-তম ওভারে শেল্ডন কট্রেলের বলে পরপর চারটি ছক্কা মারলেন রাহুল তেওয়াটিয়া। পঞ্চম বলে কোনও রান না হলেও, শেষ বলে ফের ছক্কা মারলেন তিনি।
22:57 PM (IST) • 27 Sep 2020
2nd Innings, Rajasthan Royals: ১৭ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৭৩/৩। তেওয়াটিয়া ১৭, উথাপ্পা ৯।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement