SA vs NED LIVE Score: ইতিহাসের পুনরাবৃত্তি, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়ান ডে বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকাকে হারাল নেদারল্যান্ডস
SA vs NED World Cup 2023 LIVE Score Updates: এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে কোনও ম্যাচ জিততে পারেননি ডাচরা। অন্যদিকে দুটো ম্যাচ খেলে দুটো ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে।

Background
ধর্মশালা: বিশ্বকাপে (ODI World Cup 2023) ইতিমধ্যেই একটি অঘটন দেখেছে বিশ্ব। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (England Cricket Team) হারিয়ে দিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান (Afganistan Cricket Team)। আজ আরও একটা অঘটনের আশা করা যেতেই পারে। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে খেলতে নামছে নেদারল্যান্ডস (Netherlands Cricket Team)। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে কোনও ম্যাচ জিততে পারেননি ডাচরা। অন্যদিকে দুটো ম্যাচ খেলে দুটো ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে। দুর্দান্ত ফর্মে রয়েছে তেম্বা বাভুমার দল।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ডাচদের বিরুদ্ধেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ১৩ রানের হারতে হয়েছিল সেই ম্যাচে মারক্রামদের। সেদিক থেকে দেখতে গেলে আজকের ম্যাচ প্রোটিয়া বাহিনীর কাছে প্রতিশোধের লড়াই। অন্যদিকে স্কট এডওয়ার্ডসের দলের জন্য় উদ্বুদ্ধ করবে গত বিশ্বকাপে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে জয়।
সব মিলিয়ে জমে উঠছে এ বারের বিশ্বকাপ। গ্রুপ পর্বে একে-একে মুখোমুখি হচ্ছে দলগুলি। এ বার পালা দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের। চলতি বিশ্বকাপের ১৫ তম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এ বারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এখনও পর্যন্ত ২টি ম্যাচ খেলেছে তারা। এর মধ্যে দুটিতেই জয় পেয়েছে প্রোটিয়া বাহিনি। অন্যদিকে প্রতিপক্ষ নেদারল্যান্ডসের অবস্থা চিন্তার। এখনও পর্যন্ত দুটি ম্যাচের একটিতেও জিততে পারেননি ডাচরা। পয়েন্ট টেবিলের ৩ নম্বরে জায়গা করে নিয়েছেন প্রোটিয়ারা। আর নেদারল্যান্ডসের জায়গা হয়েছে ৯ নম্বরে। ডাচদের লড়াইটা যে কঠিন হবে তা আঁচ করাই যাচ্ছে। শূন্য থেকে এবার ডাচদের মাথা তুলে দাঁড়ানোর লড়াইটা কেমন হয় তাই এখন দেখার।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুরন্ত রেকর্ড দক্ষিণ আফ্রিকার। এখনও পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে ৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ৬টি ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডস কোনও ম্যাচ জেতেনি। একটি ম্যাচে ফলাফল হয়নি।
আরও পড়ুন: রোহিতই ভারতের যোগ্য অধিনায়ক, হিটম্যানের প্রশংসায় পঞ্চমুখ পন্টিং
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ODI World Cup Live: দুরন্ত জয়
ঐতিহাসিক জয়। দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে দিল নেদারল্যান্ডস। কেশব মহারাজকে ৪০ রানে আউট করেন ভ্যান বিক। প্রোটিয়াদের ২০৭ রানে অল আউট করল ডাচরা।
ODI WC Live: দু'শো রানের গণ্ডি পার করল প্রোটিয়া
কোনওক্রমে দুইশো রানের গণ্ডি পার করল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের শেষ ওভারে দুইশো রানের গণ্ডি পার করল প্রোটিয়ারা।























