ড্যামিয়েন ফ্লেমিংকে জন্মদিনের শুভেচ্ছার ভিডিও নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে তোপ সচিন-অনুরাগীদের
এতেই চটেছেন সচিন অনুরাগীরা। তাঁরা ট্যুইটারের মাধ্যমে একহাত নিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে। একজন লিখেছেন, যতগুলিই নিষেধাজ্ঞা হোক না কেন, অস্ট্রেলিয়ানরা আর বদলাবে না..। সচিনের জন্মদিনেই কিনা একটা ভিডিও পোস্ট করা হচ্ছে, যেখানে ফ্লেমিংয়ের বলে সচিনকে বোল্ড হতে দেখা যাচ্ছে। সচিন ছাড়া কি অন্য কোনও ব্যাটসম্যানকে খুঁজে পাওয়া গেল না? আর একজনের শ্লেষ, মাথাটা একেবারে গেছে দেখছি..লজ্জিত হওয়া উচিত ক্রিকেট অস্ট্রেলিয়ার। কেউ কেউ আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিনের দাপুটে ব্যাটিংয়ের কথা মনে করিয়ে খোঁচা দিয়েছেন সিএ-কে। অনেকে আবার সাম্প্রতিক বল-বিকৃতি কেলেঙ্কারির ঘটনার কথা উল্লেখ করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে বিদ্রুপ করেছেন।Some @bowlologist gold from the man himself - happy birthday, Damien Fleming! pic.twitter.com/YcoYA8GNOD
— cricket.com.au (@CricketAus) April 24, 2018
No matter how many bans, Australians will never change...????
On Sachin's Birthday you are posting a video how Damien Fleming bowled him. Couldn't you find another batsman instead of Sachin? #HappyBirthdaySachin — शशांक (@iShhhshank) April 24, 2018
Have u lost your mind??? @CricketAus Shame on you..
— harshbelvalkar (@harshbelvalkar) April 24, 2018
Also sachin smashed Australian strong bowling attack back in 1998 ????#HappyBirthdaySachin https://t.co/XZzwmNSzSF
— HBD தலைவா ???????????? (@freakoffl) April 24, 2018
Shame on CA....instead of setting a good example you do the opposite.
We now also know where the Aussies learn their Sledging....it comes right from the TOP. YOUR TWEET WAS IN VERY BAD TASTE — Nikhil Desai (@nikhild1962) April 24, 2018
The swing...who tampered that ball? By the way of Smith's and Warner's birthday, kindly post some of their VDO's for the act they are famous for!!!
— Gaurab Mukherjee (@thumpsup) April 24, 2018
Can you post the ball tampering video on steve smith's bday??????????????
— Sreenath V (@sreee343) April 24, 2018
Dis is very bad... Arn't u aware of d things.. Don't play with our emotions..very pity to see dis..
— Anupoju Sai Chandra (@chandu_131097) April 24, 2018
Shame on Australia cricket...if u cant respect other player .... Australia cricket is the cheapest cricketer in world n people....like u r very cheap....there r no fault of smith n warner....u gave them tranning of that thats why the did that....
— Nikhil rakhonde (@Nikhilrakhonde1) April 24, 2018
উল্লেখ্য, ২০১৩-র নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সচিন। এখনও তিনি ক্রিকেট অনুরাগীদের মধ্যে সমান জনপ্রিয়। টেস্ট ও একদিনের ক্রিকেটে তিনি সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। ২০০ টেস্টে তাঁর সংগ্রহ ১৫,৯২১ রান। ৪৬৩ একদিনের ম্যাচে তিনি করেছেন মোট ১৮,৪২৬ রান। এর বাইরে এই ব্যাটিং কিংবদন্তীর দখলে রয়েছে আরও অনেক রেকর্ড।Ooh. Unfair to show @SachinTheFilm birthday also today. And also how he pummelled on THIS date in sharjah 1998.
— archer sterling (@ronburgundyhk) April 24, 2018