এক্সপ্লোর
সচিনের কাছে ক্ষমা চাইল স্পার্টান, সৌরভের বাড়িতে খাওয়াদাওয়ার ছবি পোস্ট করে স্মৃতিমেদুর মাস্টার ব্লাস্টার
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রিয় বন্ধু ও ব্যাটিং পার্টনার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পুরনো ছবি পোস্ট করে নস্টালজিক হয়ে পড়লেন সচিন তেন্ডুলকর।
মুম্বই: চুক্তিভঙ্গের দায়ে ব্যাট প্রস্তুতকারী সংস্থা স্পার্টানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সচিন তেন্ডুলকর। ওই সংস্থা ক্ষমা চেয়ে নেওয়ায় অবশেষে মিটমাট করে নিলেন মাস্টার ব্লাস্টার।
২০১৬ সালে স্পার্টানের সঙ্গে চুক্তিবদ্ধ হন সচিন। বিশ্বব্যাপী সংস্থার প্রচারের দায়িত্ব ছিল তাঁর। কিন্তু সচিন পরে অভিযোগ করেন যে, তাঁকে চুক্তি মতো রয়্যালটির অর্থ দিচ্ছে না স্পার্টান। অস্ট্রেলিয়ার ফেডেরাল কোর্টে মামলা করেন তিনি।
স্পার্টান সংস্থার সিওও লেক গ্যালব্রেথ বলেছেন, ‘চুক্তিভঙ্গ করার জন্য স্পার্টান সংস্থা সচিন তেন্ডুলকরের কাছে ক্ষমাপ্রার্থী। তেন্ডুলকর ধৈর্যশীল হয়ে সমাধানের অপেক্ষা করায় আমরা কৃতজ্ঞ।’
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রিয় বন্ধু ও ব্যাটিং পার্টনার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পুরনো ছবি পোস্ট করে নস্টালজিক হয়ে পড়লেন সচিন তেন্ডুলকর। সেই সময় একবার সৌরভের বাড়িতে গিয়েছিলেন সচিন। সেখানে এক টেবলে বসে সৌরভের সঙ্গে খাচ্ছেন তিনি। পিছনে দাঁড়িয়ে সৌরভের পরিবারের লোকজন সঙ্গে সৌরভের মা। এই ছবি পোস্ট করে সচিন লেখেন, ‘‘দাদির বাড়িতে মজার সন্ধে কাটানোর সময় ফিরে দেখা। উপভোগ করেছিলাম দারুণ খাওয়ার এবং আতিথেয়তা। আশা করব তোমার মা ভালো আছেন, আমার শুভেচ্ছা তাঁকে।''
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement