এক্সপ্লোর
খেলার চেয়ে অন্য বিষয় নিয়ে বেশি চর্চা হচ্ছে, অসি সংবাদমাধ্যমকে তোপ পূজারার

ধর্মশালা: বিরাট কোহলিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে তোপ দাগলেন ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। তাঁর দাবি, ক্রিকেটের চেয়ে রুচিহীন মন্তব্যই শিরোনামে উঠে আসছে। রাঁচিতে তৃতীয় টেস্টে অসাধারণ শতরান করেছেন পূজারা। পুণে ও রাঁচিতে অসাধারণ ব্যাটিং করেছেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। স্টিভ ও’কিফ, নাথান লিওন, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজারাও চলতি সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। কিন্তু সেসবের বদলে বিতর্কই সামনে চলে এসেছে। বিরাট প্রসঙ্গে অসি সংবাদমাধ্যমের ভূমিকায় ক্ষুব্ধ পূজারা বলেছেন, ‘এই ধরনের মন্তব্য দুঃখজনক। আমরা বিরাটের পাশে আছি। ও ক্রিকেটের অন্যতম সেরা প্রচারদূত। খেলা থেকে সবার নজর অন্যদিকে সরে গিয়েছে। এটা হওয়া উচিত নয়। আমরা খেলা নিয়েই ভাবছি। বিরাট একজন অসাধারণ নেতা। আমরা সবাই ওকে পূর্ণ সমর্থন করছি। অন্য কিছুর বদলে আমরা পরের ম্যাচ নিয়েই ভাবছি।’ চলতি সিরিজের শুরু থেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের পাশাপাশি সংবাদমাধ্যম ক্রমাগত বিরাটকে আক্রমণ করে চলেছে। এমনকী, ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ডও ভারতের অধিনায়ককে কটাক্ষ করেছেন। সেই কারণেই এবার পাল্টা আক্রমণ করলেন পূজারা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















