SAFF Championship 2023: কুয়েতের বিরুদ্ধে নিয়মপরক্ষার ম্যাচে ক্লিনশিটই প্রধান লক্ষ্য, সাফ জানালেন ভারতীয় কোচ
India vs Kuwait: ভারত ও কুয়েত এখনও পর্যন্ত তিনবার একে অপরের মুখোমুখি হয়েছে। ভারত একটি ও কুয়েত দু'টি ম্যাচে জয় পেয়েছে।
বেঙ্গালুরু: সেমিফাইনালের মহড়া বা নিজেদের পরখ করে নেওয়ার ম্যাচ, যাই বলুন, মঙ্গলবার কুয়েতের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship 2023) লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের সামনে চ্যালেঞ্জ কিন্তু থাকছেই। তাও আবার একটা নয়, দু-দু’টো। এক, জিতে গ্রুপের সেরা দল হওয়ার চ্যালেঞ্জ। দুই, টানা জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ। চলতি বছরে মাঠে নামার পর থেকে গোল না খেয়ে জেতার যে অভ্যাস করে ফেলেছে ভারতীয় ফুটবল দল (Indian Football Team), সেই অভ্যাস এই ম্যাচেও রাখতে চায় ছেত্রী-বাহিনী।
টুর্নামেন্টের দুই অপরাজিত দল মুখোমুখি হলে সেই দ্বৈরথে যে উত্তেজনার আঁচ পাওয়া যাবে, এমনই ধরে নেওয়া যায়। মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামেও সে রকমই একটা ফুটবল-দ্বৈরথ দেখার আশায় গ্যালারিতে ভিড় করবেন ফুটবলপ্রেমীরা। দুই দলই টানা দুই ম্যাচে জয় পেয়ে ছয় পয়েন্ট অর্জন করে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে। তাই এই ম্যাচে কোনও দলই অযথা ঝুঁকি নিতে যাবে না ঠিকই। তবে এটাও ঠিক যে, গ্রুপসেরা হিসেবে সেমিফাইনালে উঠলে শেষ চারের লড়াইয়ে অপর গ্রুপের দ্বিতীয় সেরার মুখোমুখি হতে হবে তাদের।
এই ম্যাচের আগে ভারতীয় দলের জন্য সুখবর। পাকিস্তান ম্যাচে নিজের ব্যবহারের জন্য নির্বাসিত হয়েছিলেন ভারতের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। তবে নেপাল ম্যাচে সেই নির্বাসন পালন করে এই ম্যাচেই ডাগআউটে ফিরছেন তিনি। এই ম্যাচের ফলাফল যে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, সেকথা স্টিমাচও মেনে নিচ্ছেন। তাঁর প্রধান লক্ষ্য খেতাব জয়।
ম্যাচের আগে ভারতীয় কোচ বলেন, 'এই ম্যাচে জেতা বা হারার মধ্যে পার্থক্য বলতে সেমিফাইনালে একটু সহজ প্রতিপক্ষ পাওয়া বা না পাওয়া। তবে আর পাঁচটা ম্যাচের মতোই এই ম্যাচেও জয়ের লক্ষ্যে আমরা মাঠে নামব। ম্যাচে ক্লিনশিট রাখাটাই আমাদের প্রধান লক্ষ্য। যদি তাতে ম্যাচ ড্র হয়, তাহলে তাই হোক। আমরা ম্যাচ ধরে ধরে নয়, বরং গোটা টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া করব। যদি টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ জিততে পারি, তাহলে তো আরও ভাল। যদি তা সম্ভব না হয়, তাহলেও খেতাব জেতাটাই লক্ষ্য।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?